সরাসরি সভায় হামলা! ট্রাম্প বিরোধী মুসলিম নেত্রী ইলহান ওমরের মুখে স্প্রে করল আততায়ী, ভাইরাল ভিডিও

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে এক ভয়াবহ ও নজিরবিহীন হামলার শিকার হলেন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমর। মঙ্গলবার একটি টাউন হল সভায় ভাষণ দেওয়ার সময় এক ব্যক্তি অত্যন্ত কাছ থেকে তাঁর ওপর চড়াও হয় এবং তাঁর মুখে একটি অজ্ঞাত রাসায়নিক পদার্থ স্প্রে করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে।
হামলার সময়ও অকুতোভয়: ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ইলহান ওমর যখন মঞ্চে দাঁড়িয়ে অভিবাসন নীতি নিয়ে সরব ছিলেন, তখনই এক ব্যক্তি ভিড় ঠেলে তাঁর দিকে এগিয়ে আসে এবং কিছু বুঝে ওঠার আগেই সরাসরি তাঁর ওপর স্প্রে ছুড়ে দেয়। তবে এই অতর্কিত হামলায় দমে যাননি তিন সন্তানের জননী এই নেত্রী। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে তিনি তাঁর নির্ধারিত বক্তৃতা চালিয়ে যান, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
কেন এই আক্রোশ? ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ইলহান ওমর সম্প্রতি মার্কিন অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট (ICE) সংস্থা বিলুপ্ত করার জোরালো দাবি তুলেছেন। সেই সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগও দাবি করেছেন তিনি। মূলত ফেডারেল অভিবাসন আইন নিয়ে আমেরিকায় যে চরম উত্তেজনা তৈরি হয়েছে, এই হামলা তারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
অফিসের কড়া বার্তা: হামলার পর ইলহান ওমরের অফিস থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, “কোনো ধরনের হুমকি বা কাপুরুষোচিত আক্রমণ ইলহানকে তাঁর আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না।” উল্লেখ্য, এই মাসেই এক নার্সকে ফেডারেল এজেন্টদের গুলি করার ঘটনাকে কেন্দ্র করে মিনেসোটায় জনরোষ তুঙ্গে রয়েছে।