FIFA বিশ্বকাপেও ‘বয়কট’ এর ডাক, এবার ‘একঘরে’ ডোনাল্ড ট্রাম্প, জেনেনিন কেন?

ক্রিকেটের বাইশ গজে পাকিস্তান ও বাংলাদেশের সংঘাতের রেশ কাটতে না কাটতেই এবার উত্তাল ফুটবলের দুনিয়া। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই ঘনিয়ে এল কালো মেঘ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি এবং গ্রিনল্যান্ড দখলের চেষ্টার প্রতিবাদে এবার মেগা টুর্নামেন্ট বয়কটের ডাক দিল নেদারল্যান্ডস, জার্মানি ও ডেনমার্কের মতো ফুটবল শক্তিগুলি।

কেন এই বিদ্রোহ? এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। কিন্তু মূল আয়োজক দেশ আমেরিকার ভিসা নীতি এবং কঠোর অভিবাসন আইন নিয়ে ক্ষুব্ধ ইউরোপের দেশগুলি। বিশেষ করে ডেনমার্কের মিত্র গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থান আগুনে ঘি ঢেলেছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওকে গটলিখ সরাসরি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা তাঁরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

সমর্থকদের জন্য ‘বিপজ্জনক’ আমেরিকা! ফুটবল ভক্তদের জন্য আরও ভয়াবহ বার্তা দিয়েছেন ফিফার স্বাধীন শাসন কমিটির প্রাক্তন সভাপতি মার্ক পায়েথ। একটি সাক্ষাৎকারে তিনি খোলাখুলি বলেছেন, “ভক্তদের জন্য একটাই পরামর্শ— আমেরিকা থেকে দূরে থাকুন।” তাঁর মতে, সীমান্তে ভক্তদের হেনস্থার শিকার হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। এমনকি ভাগ্য ভালো থাকলে তবেই পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার সুযোগ মিলবে। এই বক্তব্যের পাশে দাঁড়িয়েছেন খোদ ফিফার প্রাক্তন প্রধান সেপ ব্লাটারও।

হত্যাকাণ্ড ও বর্ণবিদ্বেষের ছায়া: আমেরিকার অভ্যন্তরীণ পরিস্থিতিও ভালো নয়। সম্প্রতি মিনিয়াপলিসে পুলিশের অভিযানে রেনে নিকোল গুড নামে এক মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এর পাশাপাশি ইরান, হাইতি, সেনেগাল বা আইভরি কোস্টের ভক্তদের ভিসা মিলবে কি না, তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

সংকটে ফিফা: ইতিমধ্যেই টিকিটের চড়া দাম নিয়ে ভক্তদের ক্ষোভ ছিল চরমে। তার ওপর জার্মানি বা নেদারল্যান্ডসের মতো দেশগুলি যদি শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তবে ৪৮ দলের এই রেকর্ড ভাঙা বিশ্বকাপ মুখ থুবড়ে পড়তে পারে। এখন ফুটবল প্রেমীদের নজর ফিফা এবং হোয়াইট হাউসের দিকে— জল কতদূর গড়ায় সেটাই দেখার।