হোয়াটসঅ্যাপে এবার ‘কবচ’! মাত্র এক ক্লিকেই ভ্যানিশ হবে প্রতারকদের মেসেজ ও কল, জানুন নয়া মোড

অনলাইন প্রতারণার জাল থেকে ইউজারদের বাঁচাতে এবার চূড়ান্ত পদক্ষেপ নিল মেটা-র মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ একটি অবিচ্ছেদ্য অংশ, আর সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই বাড়ছে হ্যাকিং ও আর্থিক জালিয়াতি। এই পরিস্থিতিতে ইউজারদের ডেটা ও গোপনীয়তা আরও নিশ্ছিদ্র করতে হোয়াটসঅ্যাপ লঞ্চ করছে ‘অ্যাডভান্সড সিকিউরিটি মোড’।

কী এই ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’? এটি মূলত একটি ওয়ান-ক্লিক সিকিউরিটি অপশন। এই ফিচারটি সক্রিয় করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে একগুচ্ছ নিরাপত্তা বলয় তৈরি হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই ফিচারের রোল-আউট শুরু করেছে, যা খুব শীঘ্রই সমস্ত স্মার্টফোনে পৌঁছে যাবে।

এই মোড চালু করলে কী কী সুবিধা পাবেন?

অজানা মিডিয়া ব্লক: অচেনা বা অজানা নম্বর থেকে কোনো ছবি, ভিডিও বা অডিও ফাইল এলে হোয়াটসঅ্যাপ তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে। এর ফলে ম্যালওয়্যার সংক্রমণের ভয় থাকবে না।

ইউআরএল প্রিভিউ বন্ধ: চ্যাটে কোনো অজানা লিঙ্ক বা ইউআরএল এলে তার প্রিভিউ থাম্বনেল আর দেখা যাবে না। অনেক সময় প্রিভিউ-র আড়ালেই লুকিয়ে থাকে বিপজ্জনক ট্র্যাকার।

অজানা কল সাইলেন্ট: আপনার কন্টাক্ট লিস্টে নেই এমন নম্বর থেকে কল এলে তা নিজে থেকেই সাইলেন্ট হয়ে যাবে। স্ক্যামারদের হাত থেকে বাঁচতে এটি অত্যন্ত কার্যকরী।

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণার ঘটনা। তাই ইউজারদের নিরাপত্তার প্রশ্নে আর কোনো আপোষ করতে রাজি নয় কর্তৃপক্ষ। নিয়মিত অ্যাকাউন্ট বাতিল করার পাশাপাশি এই আধুনিক সিকিউরিটি মোড সাধারণ ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতাকে অনেক বেশি নিরাপদ ও ভরসাযোগ্য করে তুলবে বলে মনে করা হচ্ছে।