টানা ৫ দিন পর আজ খুলছে ব্যাঙ্ক! হাতে সময় মাত্র ৪ দিন, ফেব্রুয়ারিতে ফের লম্বা ছুটির তালিকা প্রকাশ

নেতাজির জন্মদিন, সপ্তাহান্তের ছুটি, ২৬শে জানুয়ারির সাধারণতন্ত্র দিবস এবং তার ঠিক পরেই ২৭ তারিখের ব্যাঙ্ক ধর্মঘট— সব মিলিয়ে টানা পাঁচ দিনের অচলাবস্থা কাটিয়ে আজ বুধবার ফের খুলছে ব্যাঙ্কের দরজা। চলতি মাসে হাতে সময় রয়েছে মাত্র চার দিন। কিন্তু স্বস্তির মাঝেই উদ্বেগের খবর, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেও রয়েছে ছুটির লম্বা তালিকা। প্রয়োজনীয় আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ কাজ থাকলে এখনই সতর্ক হওয়া জরুরি।
ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকায় সাপ্তাহিক ছুটি ছাড়াও রয়েছে একাধিক উৎসব ও বিশেষ দিবস। এক নজরে দেখে নিন ক্যালেন্ডার:
১ ফেব্রুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)
১৪ ফেব্রুয়ারি: দ্বিতীয় শনিবার
১৫ ফেব্রুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি) ও মহাশিবরাত্রি (অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও দিল্লিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
১৮ ফেব্রুয়ারি: লোসার উৎসব (সিকিম)
১৯ ফেব্রুয়ারি: ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী (মহারাষ্ট্র)
২০ ফেব্রুয়ারি: রাজ্য প্রতিষ্ঠা দিবস (অরুণাচল প্রদেশ ও মিজোরাম)
২২ ফেব্রুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৮ ফেব্রুয়ারি: চতুর্থ শনিবার
উল্লেখ্য, ব্যাঙ্কের শাখা সশরীরে বন্ধ থাকলেও ডিজিটাল পরিষেবা সচল থাকবে। টাকা লেনদেনের জন্য IMPS, NEFT, RTGS, UPI এবং ইন্টারনেট ব্যাঙ্কিং আগের মতোই কাজ করবে। তবে চেকের কাজ বা সশরীরে ব্যাঙ্কে গিয়ে কাজ করার থাকলে এই ছুটির দিনগুলি মাথায় রেখেই পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল।