সাতসকালে মেট্রো বিভ্রাট! দক্ষিণেশ্বর-বরানগর লাইনে থমকাল চাকা, অফিস টাইমে চরম ভোগান্তিতে যাত্রীরা

বুধবার সপ্তাহের ব্যস্ততম দিনে আবারও বড়সড় ভোগান্তির শিকার হলেন কলকাতা মেট্রোর নিত্যযাত্রীরা। এদিন সকাল ৮.১৫ নাগাদ দক্ষিণেশ্বর এবং বরানগর স্টেশনের মাঝে সিগন্যালিং সিস্টেমে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এর ফলে দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা ব্যাহত হওয়ায় আপাতত বরানগর থেকে কবি সুভাষ (ব্রিজি) পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে।

অফিস যাওয়ার সময়ে এই আকস্মিক বিভ্রাটের ফলে স্টেশনে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা উত্তর শহরতলি থেকে দক্ষিণ কলকাতার দিকে যাতায়াত করেন, তারা চূড়ান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে গিয়ে বাসে বা অটোতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। রেলের ইঞ্জিনিয়াররা দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় সিগন্যাল ত্রুটি মেরামতের কাজ চালাচ্ছেন। তবে কতক্ষণে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

কলকাতার এই লাইফলাইনে যান্ত্রিক গোলযোগ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত ১৩ জানুয়ারিও বিদ্যুৎ বিভ্রাটের জেরে সুড়ঙ্গেই আটকে গিয়েছিল মেট্রোর রেক। সেই সময়ে নেতাজি ভবন ও রবীন্দ্র সদনের মাঝে অন্ধকার সুড়ঙ্গে আটকা পড়া যাত্রীদের হাঁটিয়ে উদ্ধার করতে হয়েছিল। একের পর এক এই ধরনের ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ যাত্রীরা। কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং সিগন্যালিংয়ের ঠিক কী ধরনের ত্রুটি হয়েছে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।