আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, দেখেনিন তালিকায় কোন কোন জেলা?

দক্ষিণবঙ্গ থেকে তল্পিতল্পা গোটাচ্ছে শীত! কনকনে ঠান্ডার আমেজ কাটিয়ে এবার বিদায়ের সুর শোনা যাচ্ছে বাংলা জুড়ে। চলতি মরশুমে হাতেগোনা কয়েকদিন হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হলেও, এখন বেলা বাড়ার সাথে সাথেই চড়চড় করে বাড়ছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর পরিষ্কার জানিয়ে দিয়েছে, নতুন করে আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। অর্থাৎ, এবার বিদায় নেওয়ার পালা খামখেয়ালি শীতের।

কলকাতায় বাড়বে অস্বস্তি! গত সোমবার থেকেই তিলোত্তমার তাপমাত্রার গ্রাফ ওপরের দিকে। বুধবারের মধ্যে পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারের মধ্যে এই তাপমাত্রা ১৭ ডিগ্রির গণ্ডি ছাড়াতে পারে।

বৃষ্টির ভ্রুকুটি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কী হবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দার্জিলিঙে তুষারপাত বা বৃষ্টির ফলে উত্তরে ফের একবার ঠান্ডার কামড় ফিরতে পারে। তবে দক্ষিণবঙ্গের কপালে সেই সুখ নেই! কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে রবিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণে।

হঠাৎ কেন এমন ভোলবদল? আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতের জম্মু ও কাশ্মীরের ওপর নতুন করে দানা বাঁধছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) আরও একটি ঝঞ্ঝা আসার কথা রয়েছে। পাশাপাশি দক্ষিণ পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্তের কারণে উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হয়েছে। আর এই কারণেই শীতের দাপট কমিয়ে মাথা চাড়া দিয়ে উঠছে গরম।

শীতের এই আকস্মিক বিদায়ে মন খারাপ শীতপ্রেমীদের। মাসের শেষ দিকে তাপমাত্রা সামান্য কমলেও, হাড়কাঁপানো ঠান্ডার দেখা পাওয়ার আশা আর নেই বললেই চলে।