লক্ষ্মীর ভাণ্ডারকেও ছাপিয়ে গেল এই প্রকল্প! মাসে মাসে নয়, একবারে মিলবে ১০,০০০ টাকা; আবেদন জানুন

বাংলার নারীশক্তির ক্ষমতায়নে মমতা সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ইতিমধ্যেই বিপ্লব ঘটিয়েছে। এবার সেই ভাতার আবহেই চর্চায় উঠে এল এক নতুন প্রকল্প। তবে এটি পশ্চিমবঙ্গ সরকারের নয়, বরং প্রতিবেশী রাজ্য ওড়িশার ‘সুভদ্রা যোজনা’। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা বছরে মোট ১০,০০০ টাকা পাবেন। ১০০০ বা ২০০০ টাকার ছোট কিস্তি নয়, এই টাকা সরাসরি বছরে দুটি বড় কিস্তিতে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

কী এই সুভদ্রা যোজনা? ওড়িশা সরকারের এই নারী-কেন্দ্রিক প্রকল্পের মূল লক্ষ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। এই অর্থ মহিলারা তাদের ছোট ব্যবসা শুরু করতে, সন্তানদের শিক্ষার কাজে বা পরিবারের জরুরি প্রয়োজনে খরচ করতে পারবেন। ইতিমধ্যেই এই যোজনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

কারা পাবেন এই সুবিধা? (যোগ্যতা):

এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ওড়িশার স্থায়ী বাসিন্দা মহিলারা পাবেন।

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

সুবিধাভোগীকে অবশ্যই বিপিএল (BPL) তালিকাভুক্ত বা নিম্ন আয়ের পরিবারের সদস্য হতে হবে।

যে সকল মহিলারা সরকারি চাকরি করেন বা অন্য কোনো বড় সরকারি আর্থিক সুবিধা পান, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার আইডি বা বাসস্থানের প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক। এছাড়াও ব্যাঙ্ক পাসবইয়ের কপি, পাসপোর্ট সাইজ ছবি, আয়ের শংসাপত্র, জাতিগত শংসাপত্র এবং একটি সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন হবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক মহিলারা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারেন। এর জন্য subhadra.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে ব্যক্তিগত তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্মটি জমা দিলেই আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।