কেন হঠাত্ ‘প্লেব্যাক’ অবসর অরিজিতের? কারণ হিসেবে যা জানালেন জনপ্রিয় শিল্পী

ভারতীয় সংগীত জগতে আচমকা এক বিশাল শূন্যতা। ভক্তদের হৃদস্পন্দন থামিয়ে দিয়ে প্লেব্যাক সিঙ্গিং থেকে পাকাপাকিভাবে অবসরের ঘোষণা করলেন অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দেন, ভবিষ্যতে আর কোনও নতুন প্রজেক্টে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না তিনি। খ্যাতির শিখরে থাকাকালীন অরিজিতের এই হঠাৎ সিদ্ধান্তে রীতিমতো হতচকিত গোটা বিশ্বের কোটি কোটি শ্রোতা।
কেন এই আকস্মিক বিদায়? অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে কোনও একটি কারণ নয়, বরং একাধিক কারণ রয়েছে। নিজের ব্যক্তিগত ‘এক্স’ হ্যান্ডেলে গায়ক অকপটে লিখেছেন, “আমি সহজেই কোনো কিছুতে বিরক্ত হয়ে যাই। একই ধাঁচের গান করতে করতে আমি ক্লান্ত। তাই বাঁচার রসদ পেতে আমাকে অন্য ধরনের গান করতে হবে।” তিনি আরও জানান যে, নতুন প্রজন্মের গায়কদের জন্য জায়গা ছেড়ে দেওয়া এবং তাঁদের উঠে আসার পথে অনুপ্রেরণা হওয়াও তাঁর এই সিদ্ধান্তের অন্যতম বড় কারণ।
পুরানো প্রতিশ্রুতি রক্ষা করবেন শিল্পী: তবে ভক্তদের একদম নিরাশ করেননি জিয়াগঞ্জের ভূমিপুত্র। তিনি স্পষ্ট করেছেন যে, সঙ্গীত তৈরি করা তিনি কোনোভাবেই বন্ধ করছেন না। তিনি লিখেছেন, “আমি সঙ্গীতের একজন একনিষ্ঠ ভক্ত। ভবিষ্যতে আরও শিখব এবং স্বতন্ত্র শিল্পী হিসেবে কাজ করে যাব। তবে যে প্রজেক্টগুলোতে ইতিপূর্বেই সই করা আছে, কেবল সেই কাজগুলোই শেষ করব।”
এক নজরে অরিজিতের রূপকথার সফর: ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানের মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠা অরিজিৎ সিং গত এক দশকে ভারতীয় সংগীতকে নেতৃত্ব দিয়েছেন। হিন্দি, বাংলা, তামিল থেকে কন্নড়— ৩০০-র বেশি ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার থেকে শুরু করে অগুনতি ফিল্মফেয়ার। বিশ্বব্যাপী স্পটিফাই বা ইউটিউবে সর্বাধিক শোনা ভারতীয় শিল্পীদের তালিকায় তিনি সর্বদা শীর্ষস্থানে থেকেছেন।
এমন এক কিংবদন্তি শিল্পীর প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা স্বাভাবিকভাবেই ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।