সব শেষ! বারামতিতে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে ভেঙে পড়ল অজিত পাওয়ারের বিমান, মৃত্যু ৫ সঙ্গীরও

নির্বাচনী উত্তাপের মাঝেই নেমে এল নিস্তব্ধতা। মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। বুধবার নির্বাচনী প্রচারে বারামতি যাওয়ার পথে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার। বারামতিতে অবতরণের ঠিক মুহূর্ত আগেই ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল তাঁর ব্যক্তিগত বিমানটি। প্রাথমিক সূত্র অনুযায়ী, এই ঘটনায় বিমানে থাকা অজিত পাওয়ার সহ ৬ জন যাত্রীর প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।

গতকালই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। আজ নিজের গড় বারামতিতে প্রচারের জন্য রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই যান্ত্রিক গোলযোগ নাকি প্রতিকূল আবহাওয়া—কী কারণে এই ধস, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। কিন্তু আগুনের লেলিহান শিখা ও বিমানের ধ্বংসাবশেষের যা পরিস্থিতি, তাতে কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জাতীয় রাজনীতিতে। শরদ পাওয়ারের পরিবার থেকে শুরু করে রাজনৈতিক মহলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় বাকরুদ্ধ। নির্বাচনী লড়াইয়ের ময়দান আজ শোকে মুহ্যমান। বারামতির মানুষ তাদের ঘরের নেতার এই মর্মান্তিক পরিণতি যেন বিশ্বাসই করতে পারছেন না। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।