বেঁচে নেই অজিত পাওয়ার, দেখেনিন প্লেন ক্র্যাশের সেই মুহূর্তের ভিডিও

মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার সকালে পুনে জেলার বারামতিতে অবতরণের ঠিক আগমুহূর্তে একটি বেসরকারি চার্টার বিমান ভেঙে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, বিমানে থাকা ২ পাইলট, ১ জন কেবিন ক্রু এবং ২ জন যাত্রী—সহ মোট ৫ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
আকস্মিক বিপর্যয় ও প্রত্যক্ষদর্শীদের বয়ান: মন্ত্রক সূত্রে খবর, সকাল পৌনে ৯টা নাগাদ বারামতি বিমানবন্দরে এমারজেন্সি ল্যান্ডিংয়ের চেষ্টা করার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে খোলা মাঠে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগালেও দুর্ঘটনার বীভৎসতা এতটাই বেশি ছিল যে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
কেন এই সফর? গতকাল মুম্বইয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক সেরে আজ সকালে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার। আগামী ৫ ফেব্রুয়ারি পুনেতে জেলা পরিষদ নির্বাচন ঘিরে বারামতিতে তাঁর একাধিক সাংগঠনিক বৈঠক করার কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই যান্ত্রিক ত্রুটির কারণে সব শেষ হয়ে গেল।
#WATCH | Mumbai to Baramati charter plane crash landed at 8.45 am in Baramati, Maharashtra today. Deputy CM Ajit Pawar was on board.
Visuals from the spot. pic.twitter.com/A8edBaeUbM
— ANI (@ANI) January 28, 2026
শোকের ছায়া রাজনৈতিক মহলে: এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েছে রাজনৈতিক মহল। দিল্লি থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুপ্রিয়া সুলে, সুনেত্রা পাওয়ার ও পার্থ পাওয়ার। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে উচ্চপর্যায়ের তদন্তকারী দল পাঠানো হয়েছে।