অবশেষে সেই কঠিন সিদ্ধান্ত নিয়েই নিলেন অরিজিৎ সিং! স্তম্ভিত গোটা বলিউড, কান্নায় ভেঙে পড়লেন ভক্তরা

সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না। হয়তো এই চূড়ান্ত ঘোষণার আগে হাজার বার ভেবেছেন তিনি। কিন্তু প্রবাদ আছে, কোনো গন্তব্যে পৌঁছাতে গেলে কোনো একটি জায়গা থেকে বেরোতে হয়। ভারতের সুরের জাদুকর, জাতীয় পুরস্কারজয়ী গায়ক অরিজিৎ সিংয়ের ক্ষেত্রেও হয়তো তেমনটাই ঘটেছে। তবে তাঁর এই আকস্মিক সিদ্ধান্তকে এখনও মন থেকে মেনে নিতে পারছেন না সঙ্গীত জগতের সতীর্থ থেকে শুরু করে সাধারণ অনুরাগীরা। বাদশা থেকে বি প্রাক—সকলেই যেন বাকরুদ্ধ।
অরিজিৎ সিং সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তাঁর এই বড় সিদ্ধান্তের কথা জানান। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে কার্যত শোকের ছায়া নেমে আসে। টিনসেল টাউনের নামী ব্যক্তিত্বরা তাঁদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। র্যাপার বাদশা মাত্র তিনটি শব্দে নিজের আবেগ প্রকাশ করে লিখেছেন, “সদিওঁ মে এক” অর্থাৎ শতাব্দীতে মাত্র একজনই এমন প্রতিভা জন্মায়।
অন্যদিকে, গায়ক-সুরকার আমাল মালিক এই খবরে রীতিমতো দিশেহারা। তিনি আবেগঘন হয়ে লেখেন, “আমি এটা শুনে স্তম্ভিত… কিছুই বুঝতে পারছি না। কিন্তু আপনার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। শুধু জেনে রাখুন, আমি চিরকাল আপনার ভক্ত থাকব। আপনাকে ছাড়া সিনেমার গান আর আগের মতো থাকবে না ভাই। আপনার যুগে জন্মাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।” গায়ক বি প্রাকও তাঁর কমেন্টে জানান যে তিনি আজীবন অরিজিতের অনুরাগী থাকবেন। অভিনেত্রী রিচা চাড্ডা তো কোনো ভাষাই খুঁজে পাননি, তিনি কেবল কান্নার ইমোজি দিয়ে নিজের মনের অবস্থা বুঝিয়েছেন।
বছরের পর বছর ধরে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘কেসরিয়া’ বা ‘ঘর কাব আওগে’-র মতো অজস্র কালজয়ী গান আমাদের উপহার দিয়েছেন অরিজিৎ। তাঁর কণ্ঠ ছাড়া ভারতীয় সিনেমা যেন আজ ভাবাই যায় না। পরিচালক বিশাল ভরদ্বাজের আসন্ন সিনেমাতেও তাঁর কণ্ঠ শোনা যাবে। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কেনই বা সঙ্গীত জগতকে এভাবে নাড়িয়ে দিলেন তিনি? এই সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। অরিজিতের এই পদক্ষেপ সঙ্গীত ইতিহাসের এক বড় অধ্যায়ের পরিসমাপ্তি কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।