বন্ধন ব্যাঙ্কে বড় ঘোষণা! সেভিংস অ্যাকাউন্টে ব্যালান্স রাখার নিয়মে আমূল বদল, লাভবান হবেন কোটি কোটি গ্রাহক

দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাঝেই সাধারণ গ্রাহকদের জন্য বড় উপহার নিয়ে এল বন্ধন ব্যাঙ্ক। সাধারণ মধ্যবিত্ত ও গ্রামীণ এলাকার মানুষদের ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আরও সহজভাবে নিয়ে আসতে স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের মাসিক গড় ব্যালান্সের (MAB) নিয়মে বড়সড় ছাড় দেওয়ার ঘোষণা করল কর্তৃপক্ষ।

আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে বন্ধন ব্যাঙ্কের স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালান্সের সীমা ৫,০০০ টাকা থেকে কমিয়ে মাত্র ২,০০০ টাকা করা হচ্ছে। অর্থাৎ, এখন থেকে অনেক কম টাকা অ্যাকাউন্টে রেখেই বন্ধন ব্যাঙ্কের সমস্ত প্রিমিয়াম সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যালান্সের সীমা কমানো হলেও অ্যাকাউন্টের অন্যান্য সুযোগ-সুবিধা বা ফিচারে কোনও কাটছাঁট করা হবে না।

বন্ধন ব্যাঙ্কের এক্সেকিউটিভ ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বর এই সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরে জানান, “আর্থিক ক্ষমতায়ন ও ব্যাঙ্কিং পরিষেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। মাসিক গড় ব্যালান্স কমানোর ফলে বিশেষ করে আধা-শহর এবং গ্রামীণ এলাকার গ্রাহকরা আর্থিক লেনদেনে আরও উৎসাহ পাবেন।” ব্যাঙ্কের এই পদক্ষেপে বিশেষ করে ছাত্রছাত্রী, ছোট ব্যবসায়ী এবং সাধারণ বেতনভোগী কর্মীরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।