পরিচিত যুবককে মারধর করে সরিয়ে দিল ৫-৬ জন পিশাচ, আদিবাসী নাবালিকাদের ওপর নারকীয় অত্যাচারে স্তব্ধ গিরিডিহ

যাত্রাপালা দেখে আনন্দ নিয়ে বাড়ি ফিরছিল দুই আদিবাসী নাবালিকা। কিন্তু বাড়ির অদূরেই যে ওত পেতে বসে আছে চরম বিভীষিকা, তা কল্পনাও করতে পারেনি তারা। গত রবিবার মধ্যরাতে ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় দুই নাবালিকাকে গণধর্ষণের এক নৃশংস ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পৈশাচিক ঘটনার বর্ণনা শুনে খোদ পুলিশ আধিকারিকদেরও রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই নাবালিকা গ্রামের পরিচিতদের সঙ্গে একটি যাত্রানুষ্ঠান দেখতে গিয়েছিল। ভিড়ের মধ্যে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তারা চেনা এক যুবকের সঙ্গে বাড়ির পথ ধরে। অভিযোগ, পথেই নির্জন এলাকায় ৫ থেকে ৬ জন যুবক তাদের পথ আটকায়। নাবালিকাদের সঙ্গে থাকা যুবককে প্রচণ্ড মারধর করে তাড়িয়ে দেওয়ার পর, অভিযুক্তরা পালা করে দুই কিশোরীকে গণধর্ষণ করে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইতিমধ্যেই পকসো (POCSO) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা রুজু করেছে গিরিডিহ জেলা পুলিশ। মহিলা পুলিশ কর্মীরা নির্যাতিতাদের বয়ান রেকর্ড করেছেন। গিরিডিহ পুলিশের একটি বিশেষ টিম সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সোর্স কাজে লাগিয়ে অভিযুক্তদের শনাক্ত করার দাবি করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক, তাদের খোঁজে সাঁড়াশি তল্লাশি চলছে। উল্লেখ্য, এর আগেও একাধিক রাজ্যে নাবালিকাদের ওপর যৌন হেনস্থার ঘটনা সামাজিক নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ঝাড়খণ্ডের এই ঘটনা নতুন করে জনমানসে ক্ষোভের সঞ্চার করেছে।