বিশ্বে প্রথমবার! নাগাল্যান্ডের রহস্যময় পাহাড়ে হদিশ মিলল এক অদ্ভুত ফুলের, যা আগে কেউ দেখেনি

ভারত তথা বিশ্বের উদ্ভিদবিদ্যার ইতিহাসে যুক্ত হল এক নয়া অধ্যায়। নাগাল্যান্ডের দুর্গম এবং ঘন পাহাড়ি অরণ্যে এক সম্পূর্ণ নতুন প্রজাতির ফুলের সন্ধান পেলেন ভারতীয় বিজ্ঞানীরা। নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যখন ওই অঞ্চলের জীববৈচিত্র্য নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন, তখনই তাঁদের নজরে আসে এই অদ্ভুত সুন্দর ফুলটি। উল্লেখ্য, এই প্রজাতির অস্তিত্বের কথা এর আগে পৃথিবীর আর কোথাও জানা ছিল না।

গবেষক দলটি নাগাল্যান্ডের প্রায় ১৬ হাজার ৫৭৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ওই ঘন জঙ্গলে অভিযানে গিয়েছিলেন। এই অরণ্য এতটাই দুর্গম যে, এর আগে কোনও বিজ্ঞানী বা উদ্ভিদবিদ এখানকার বৃক্ষজীবন নিয়ে বিস্তারিত গবেষণা করার সুযোগ পাননি। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে, পাহাড়ের খাড়া ঢালে এই ফুলের দেখা পান তাঁরা। প্রথম দর্শনেই গবেষকেরা বুঝতে পারেন যে, এটি একটি যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে।

যেহেতু এই নতুন ফুলটির আদি নিবাস নাগাল্যান্ডের পাহাড়ে, তাই এই মাটির প্রতি সম্মান জানিয়ে বিজ্ঞানীরা এর নামকরণ করেছেন ‘হোয়া নাগায়েনসিস’ (Hoya nagaensis)। বিজ্ঞানীরা জানিয়েছেন, নাগাল্যান্ডের বিশাল বনাঞ্চল এখনও বৈজ্ঞানিক গবেষণার দিক থেকে অনেকটা অজানাই রয়ে গেছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও গবেষণার অভাব থাকলেও প্রকৃতি নিজের আপন মহিমায় এই অমূল্য সম্পদগুলোকে টিকিয়ে রেখেছে। এই আবিষ্কার প্রমাণ করল যে, উত্তর-পূর্ব ভারতের পাহাড় ও জঙ্গলে আজও এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞানের কাছে বিস্ময়কর।