আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ‘এখন আর জলাজমি ভরাট হয় না’, দায় ঝেড়ে কাদের কাঠগড়ায় তুললেন ফিরহাদ?

কলকাতার আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পূর্ব কলকাতা জলাভূমি (East Calcutta Wetlands) বুজিয়ে বেআইনিভাবে গুদাম তৈরির যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে আজ ঘটনাস্থলে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম। ধ্বংসস্তূপ পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র স্পষ্ট জানান, বর্তমানে নতুন করে কোনও জলাভূমি ভরাট হচ্ছে না। যা হয়েছে, তা বাম আমলের উত্তরাধিকার।
অগ্নিকাণ্ডের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেয়র বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। দমকল, পুলিশ এবং পুরসভার টিম তদন্ত করছে।” নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তিনি জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্য়েই চারজনের খোঁজ পাওয়া গেছে যারা নিজ গ্রামে চলে গিয়েছিলেন।
জলাভূমি বুজিয়ে কারখানা তৈরির প্রশ্ন উঠতেই ফিরহাদ হাকিম দায় ঠেলে দেন অতীতের ওপর। তিনি দাবি করেন, “এই এলাকাগুলোতে ২০০৬ সাল বা তারও আগে থেকে নির্মাণ কাজ চলছে। তখন কেন বন্ধ করা হয়নি?” বর্তমানে পুরসভা ও পরিবেশ দফতর অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এখন কোথাও পাঁচিল দিলেই আমরা খবর পাওয়া মাত্রই তা ভেঙে দিচ্ছি।” তবে এই গুদামগুলো জলাজমির ওপর কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখে তিনি বলেন, “আমার কাছে স্পেসিফিক কোনও ম্যাপ নেই যে এখনই চিহ্নিত করব। কোনটা জলাভূমি সেটা চট করে বোঝা বেশ কষ্টের কাজ।” রুজিরুটির দোহাই দিয়ে তিনি আরও জানান, হুট করে ইন্ডাস্ট্রি বা ব্যবসা বন্ধ করে দিলে সাধারণ মানুষেরই ক্ষতি হয়।