রণদীপ-লিনের সংসারে সুখের জোয়ার, সাধের অনুষ্ঠানে খুদে সদস্যের জন্য কী করলেন অভিনেতা?

বলিউডে বইছে খুশির হাওয়া। খুব শীঘ্রই রণদীপ হুডা ও লিন লেইশ্রমের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। জীবনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্তটি উদযাপনের জন্য সম্প্রতি মুম্বইয়ে আয়োজন করা হয়েছিল লিনের ‘সাধ’ বা বেবি শাওয়ারের অনুষ্ঠান। অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হল এই ঘরোয়া অনুষ্ঠানটি।

সোশ্যাল মিডিয়ায় লিন নিজেই শেয়ার করেছেন অনুষ্ঠানের কিছু বাছাই করা মুহূর্ত। ছবিতে দেখা যাচ্ছে, অত্যন্ত সাধারণ অথচ রুচিশীল সাজে সেজেছেন হবু মা। হালকা রঙের শাড়ি এবং উজ্জ্বল লাল ব্লাউজে লিনের মাতৃত্বকালীন আভা (Pregnancy Glow) ছিল নজরকাড়া। গোটা ঘর সাজানো হয়েছিল তাজা ফুল দিয়ে, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও মোহময়ী করে তুলেছিল।

রণদীপ হুডাকে দেখা গেল এক আদর্শ স্বামীর ভূমিকায়। লিনের প্রতিটি পদক্ষেপে তাঁর সতর্ক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কখনও তিনি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন স্ত্রীর দিকে, আবার কখনও অতিথিদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন আনন্দ। তবে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে একটি বিশেষ ছবি, যেখানে দুজনকে দেখা গেছে ছোট্ট শিশুর মোজা হাতে পোজ দিতে। এই ছবি যেন তাঁদের অনাগত সন্তানের প্রতি ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই প্রথমবার বাবা-মা হতে চলার খবর অনুরাগীদের জানিয়েছিলেন এই তারকা জুটি। সেই থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তাঁরা। রণদীপ সবসময়ই তাঁর পারিবারিক দায়বদ্ধতার জন্য প্রশংসিত, আর লিন তাঁর গ্ল্যামার ও ব্যক্তিত্বের জন্য জনপ্রিয়। আপাতত ব্যক্তিগত জীবনের এই সুন্দরতম অধ্যায়টিকে চুটিয়ে উপভোগ করছেন তাঁরা। বি-টাউন থেকে শুরু করে সাধারণ ভক্তরা—সবাই এখন অপেক্ষা করছেন সেই শুভ মুহূর্তের, যখন তাঁদের কোলে আসবে ছোট্ট নতুন অতিথি।