সোশ্যাল মিডিয়ায় কোপ! ১৫-র নিচে বয়স হলে আর চালানো যাবে না ফেসবুক-ইনস্টাগ্রাম, পাস হলো কড়া বিল

কিশোর-কিশোরীদের অনলাইন সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্য রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিল ফরাসি সরকার। সোমবার ফ্রান্সের অ্যাসেম্বলিতে একটি ঐতিহাসিক বিল পাস হয়েছে, যার অধীনে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। ডিজিটাল আসক্তি এবং অনলাইন বুলিংয়ের হাত থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে এই সিদ্ধান্তকে বিশ্বের অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিলের প্রেক্ষাপট ও জনমত: ফ্রেঞ্চ অ্যাসেম্বলিতে এই বিলটি বিপুল জনসমর্থন পেয়েছে। ভোটাভুটিতে দেখা গেছে, ১১৬ জন সদস্য বিলটির পক্ষে সওয়াল করেছেন, অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২৩টি। অ্যাসেম্বলিতে পাস হওয়ার পর বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য সেনেটে পাঠানো হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই পদক্ষেপকে ‘সাহসী এবং প্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন। সেপ্টেম্বর মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গেই এই আইন কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

কেন এই কড়া সিদ্ধান্ত? সরকারি সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে কিশোরদের মধ্যে অতিরিক্ত স্ক্রিন টাইম, সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ক্ষতিকারক আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে। এর ফলে তাদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি হচ্ছে। ফরাসি সরকার মনে করে, এই আইনের মাধ্যমে তরুণ প্রজন্মকে একটি সুস্থ এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ দেওয়া সম্ভব হবে। এই বিল কার্যকর হলে ফ্রান্সই হবে ইউরোপের প্রথম দেশ, যারা শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর এত কড়া বিধিনিষেধ আরোপ করল।