নদীয়ায় ফের গণপিটুনির আতঙ্ক! ঠাকুর দেখতে বেরিয়ে বাইকচালকের দলবলের মারে প্রাণ গেল টোটোচালকের

নদীয়ার তেহট্টে ফের মাথাচাড়া দিল গণপিটুনির অভিশাপ। সরস্বতী পুজোর ঠাকুর দেখার ভিড়ে এক বাইকচালকের সঙ্গে সামান্য বচসার জেরে প্রাণ হারাতে হলো এক টোটোচালককে। মৃত ব্যক্তির নাম শক্তি হালদার। সোমবার রাতের এই ঘটনায় মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হলে তেহট্টের নিশ্চিন্তপুর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত: স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নিশ্চিন্তপুর এলাকা থেকে কয়েকজন যাত্রীকে নিয়ে সরস্বতী প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন শক্তি হালদার। পথে এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে তাঁর কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় ওই বাইকচালক একা না লড়ে ফোন করে তাঁর দলবলকে ডেকে আনে। এরপরই উন্মত্ত জনতা শক্তি হালদারকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর শুরু করে।

রক্তাক্ত পরিণতি: মারধরের জেরে আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই টোটোচালক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে তেহট্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসী।

পুরানো আতঙ্ক ও বর্তমান পরিস্থিতি: উল্লেখ্য, এই নিশ্চিন্তপুর এলাকাতেই কয়েক মাস আগে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনা ঘটেছিল, যাতে দুজনের প্রাণ গিয়েছিল এবং একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। সেই রেশ কাটতে না কাটতেই ফের এই মব লিঞ্চিংয়ের অভিযোগ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।