চম্পাবতে হাড়হিম করা দুর্ঘটনা! উত্তরপ্রদেশের পর্যটকদের গাড়ি খাদে, অল্পের জন্য রক্ষা ৭ জনের!

উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় তুষারপাত উপভোগ করতে আসা উত্তরপ্রদেশের পর্যটকদের জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা। সোমবার মাঝরাতে চম্পাবত জেলার সুখিধাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মহিন্দ্রা XUV 700 গাড়ি সরাসরি খাদে পড়ে যায়। গাড়িতে থাকা সাতজন পর্যটকের প্রাণ অল্পের জন্য রক্ষা পেলেও এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মাঝরাতের উদ্ধার অভিযান: পুলিশ সূত্রে খবর, রাত ১২:৩০ নাগাদ চম্পাবত কন্ট্রোল রুম থেকে দুর্ঘটনার খবর পায় SDRF। সাব-ইন্সপেক্টর দীপক যোশীর নেতৃত্বে একটি দল উদ্ধার সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘুটঘুটে অন্ধকার এবং পিচ্ছিল পাহাড়ি রাস্তা জয় করে শুরু হয় উদ্ধারকাজ। দেখা যায়, পর্যটকদের গাড়িটি গভীর খাদে উল্টে রয়েছে।

ভাগ্যক্রমে রক্ষা: গাড়িতে মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর পাঁচজন পর্যটক নিজের চেষ্টায় কোনোক্রমে খাদের ওপরের রাস্তায় উঠে আসতে সক্ষম হন। তবে অভিষেক ভার্মা (২৪) এবং দর্শিকা ভার্মা (১৭) নামের দুই পর্যটক গাড়ির ভেতরেই আটকে পড়েন। SDRF এবং জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায় তাঁদের সুরক্ষিতভাবে উদ্ধার করে ১০৮ অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। আহতরা উত্তরপ্রদেশের সীতাপুর এলাকার বাসিন্দা।

প্রশাসনের কড়া সতর্কবার্তা: গত ২৩ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডের পাহাড়ি জেলাগুলোতে ভারী তুষারপাত শুরু হয়েছে। পিচ্ছিল রাস্তা এবং ঘন কুয়াশার কারণে পাহাড়ি পথে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আবহাওয়া দফতর আরও বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পর্যটকদের ভিড় বাড়ায় জেলা প্রশাসন বারংবার সতর্ক করে জানিয়েছে, বরফ ঢাকা রাস্তায় সাবধানে গাড়ি না চালালে যেকোনো মুহূর্তে বড়সড় বিপর্যয় ঘটতে পারে। তুষারপাতের আনন্দে যেন বিষাদ নেমে না আসে, সেই লক্ষ্যেই পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।