OMG! থুতু ফেলা নিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি-ভাঙচুর, চাঞ্চল্য ঘটনায়

হাওড়ার টিকিয়াপাড়ায় থুতু ফেলাকে কেন্দ্র করে শুরু হওয়া এক তুচ্ছ বিবাদ শেষ পর্যন্ত ভয়ঙ্কর গোষ্ঠী সংঘর্ষের রূপ নিল। রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ বেলিলিয়াস রোডের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। চলল দেদার বোমাবাজি, পাথর বৃষ্টি এবং গাড়ি ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়েছে।

ঘটনার সূত্রপাত একটি দোকানের সামনে। অভিযোগ, মত্ত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে থুতু ফেলাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই ব্যক্তিগত বিবাদ দুই গোষ্ঠীর লড়াইয়ে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অশান্তি চরমে পৌঁছালে বহুতল বাড়ির ছাদ থেকে নিচের দিকে বৃষ্টির মতো ইট ও পাথর ছোড়া হতে থাকে। দুষ্কৃতীরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ও বাড়িতে ভাঙচুর চালায়। এমনকি বেশ কয়েকটি বোমাও ছোড়া হয় বলে অভিযোগ, যার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অন্ধকার রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে একদল যুবক এবং ক্রমাগত ভাঙচুরের আওয়াজ শোনা যাচ্ছে। এলাকাবাসীর দাবি, বেলিলিয়াস রোডের মার্কেট এলাকায় রাত পর্যন্ত দোকান খোলা থাকার কারণেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “যদি নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ করা হতো, তবে এই ধরনের ঘটনা এড়ানো যেত।”

খবর পেয়েই হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের হস্তক্ষেপে গভীর রাতে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি এবং বিরিয়ানির দোকানের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ইতিপূর্বেও এই এলাকায় এই ধরণের গোলমাল হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা।