শিশু নির্যাতনের ভয়ঙ্কর ট্রমা! জয়া আহসানের ‘ওসিডি’ কি বদলে দেবে সমাজের দৃষ্টিভঙ্গি?

রুপোলি পর্দায় এবার এক গভীর ও সংবেদনশীল ক্ষত নিয়ে হাজির হচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পরিচালক সৌকর্য ঘোষালের হাত ধরে আসছে নতুন ছবি ‘ওসিডি’ (OCD)। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির হাড়হিম করা ট্রেলার, যা সমাজের এক অন্ধকার দিক—শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবকে সরাসরি সামনে নিয়ে এসেছে। আগামী ৬ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।

জাহরা বিজনেস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নিবেদিত এই ছবিটিকে পরিচালক সৌকর্য ঘোষাল তাঁর এক ধরনের ‘প্রতিবাদ’ হিসেবে বর্ণনা করেছেন। ট্রেলার লঞ্চে পরিচালক জানান, আধুনিক সমাজের ভণ্ডামিকেই তিনি এই ছবিতে চ্যালেঞ্জ করেছেন। তাঁর কথায়, “বহু ক্ষেত্রে দেখা যায় শিশু নির্যাতনকারীরা পার পেয়ে যায়, কারণ আক্রান্ত শিশুরা ভয়ে মুখ খুলতে পারে না। আমাদের সমাজ বাইরে থেকে প্রগতিশীল মনে হলেও ভিতরে আজও প্রাচীন কুসংস্কারে ভরা। যেখানে শিশুর যন্ত্রণার চেয়ে পরিবারের সম্মান বা ‘পবিত্রতা হারানো’র ভয় অনেক বড় হয়ে দাঁড়ায়।”

ছবির মূল উপজীব্য হলো ট্রমা। শৈশবের সেই ভয়ংকর অভিজ্ঞতা কীভাবে একজন মানুষের মনে স্থায়ী ক্ষত তৈরি করে এবং বড় হয়ে তাকে কীভাবে তাড়না করে, তাই ফুটে উঠবে জয়া আহসানের অভিনয়ের মাধ্যমে। পরিচালক সতর্কবার্তা দিয়েছেন যে, এই চাপা যন্ত্রণা কখনো কখনো ভয়ংকর প্রতিশোধের রূপ নিতে পারে, যা প্রাণঘাতী হয়ে ওঠে। ‘ওসিডি’ ছবিটিতে এক নির্যাতিতা শিশুর নির্ভীক দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি বলা হয়েছে, যে সমাজের বিচারের তোয়াক্কা না করে নিজের সত্য প্রকাশে বদ্ধপরিকর। জয়া আহসানের শক্তিশালী অভিনয় আর সৌকর্য ঘোষালের ভিন্নধারার পরিচালনা ছবিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে তুলে দিয়েছে।