“TMC-কে ভোট দেওয়া মানেই মুসলিম ঘরে মেয়েকে বিয়ে দেওয়া!” সৌমিত্র খাঁর মন্তব্যে তোলপাড় বাংলা

রাজ্যের আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ফের একবার মেরুকরণের রাজনীতির পারদ চড়ালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পূর্বস্থলীতে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে সরাসরি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অত্যন্ত বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তাঁর দাবি, তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ হলো নিজের মেয়েকে মুসলিম পরিবারে বিয়ে দেওয়া।
এদিন সভা থেকে রাজ্যের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়েও আক্রমণ শানান সৌমিত্র। তিনি অভিযোগ করেন, শাসকদল সাধারণ মানুষকে সামান্য কিছু আর্থিক সাহায্যের বিনিময়ে অন্ধ করে রাখতে চাইছে। এরপরই সুর চড়িয়ে তিনি বলেন, “তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিম ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া। আপনারা কি সেটা চান? যদি চান, তবেই তৃণমূলকে ভোট দেবেন।” এখানেই থেমে থাকেননি তিনি; সাধারণ মানুষকে সতর্ক করে তিনি আরও বলেন, “তৃণমূল ক্ষমতায় থাকলে আগামী দিনে আপনাদের বাড়ির মেয়েদের বোরখা পরে ঘুরতে হবে।”
সৌমিত্র খাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিজেপি সাংসদের এই সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল নেতৃত্ব। তবে সৌমিত্র খাঁ নিজের অবস্থানে অনড়। তিনি সাফ জানিয়েছেন, তৃণমূলকে ভয় পাওয়ার কিছু নেই এবং রাজ্যের সংস্কৃতি বাঁচাতে গেলে তৃণমূলকে হঠানো জরুরি। পূর্বস্থলীর এই সভা থেকে সৌমিত্রর এই রণংদেহী মেজাজ আগামী নির্বাচনে বিজেপি-র আক্রমণের রূপরেখা স্পষ্ট করে দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।