কুপ্রস্তাব ও যৌন হেনস্থা! গির্জা হাসপাতালের ম্যানেজারের মোবাইলে একাধিক মহিলার ভিডিও, ধৃত বাবু থমাস

হাসপাতালের মতো পবিত্র জায়গায় মহিলা কর্মীর সঙ্গে দিনের পর দিন কুরুচিকর আচরণ এবং যৌন হেনস্থার অভিযোগে এক প্রাক্তন এইচআর ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বাবু থমাস (৪৫)। পুলিশ সূত্রে খবর, পোনকুন্নমের বাসিন্দা ওই ব্যক্তি একটি গির্জা পরিচালিত হাসপাতালে উচ্চপদে কর্মরত ছিলেন। অভিযোগ, হাসপাতালেরই এক মহিলা সহকর্মীকে দিনের পর দিন মোবাইলে অশ্লীল ভিডিও পাঠাতেন এবং শারীরিক সম্পর্কের জন্য লাগাতার চাপ দিতেন তিনি।
বিষয়টি নিয়ে ওই মহিলা প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন। হাসপাতালের অভ্যন্তরীণ তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় বাবুকে কাজ থেকে বরখাস্ত করা হয়। কিন্তু চাকরি যাওয়ার পরেও অভিযুক্ত ওই মহিলাকে উত্যক্ত করা বন্ধ করেনি। এরপরই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ বাবুর মোবাইল ফোন পরীক্ষা করে চক্ষু চড়কগাছ! দেখা যায়, ওই মহিলা ছাড়াও হাসপাতালের আরও অনেক নারী কর্মীকে একইভাবে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতেন তিনি। শনিবার অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পর রবিবার আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। হাসপাতালের অন্যান্য কর্মীদের বয়ান নথিভুক্ত করে পুলিশ এই যৌন হেনস্থার শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে।