প্রজাতন্ত্র দিবসের মুখে রাজস্থানে বিস্ফোরক আতঙ্ক! খামারবাড়ি থেকে উদ্ধার ৯৫০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট

৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজস্থানের নাগাউর জেলায় এক বিশাল নাশকতার ছক বানচাল করে দিল পুলিশ। রবিবার সকালে জেলার হারসৌর গ্রামে এক গোপন অভিযানে একটি খামার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশ সুপার মৃদুল কাচ্ছাওয়া সংবাদসংস্থাকে জানিয়েছেন, অভিযানে ১৮৭টি বস্তায় ভরা মোট ৯,৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট জব্দ করা হয়েছে। উল্লেখ্য, অতীতে দিল্লির লাল কেল্লা সংলগ্ন বিস্ফোরণসহ একাধিক নাশকতামূলক কাজে এই রাসায়নিক ব্যবহারের প্রমাণ মিলেছে, যা ঘুম উড়িয়েছে প্রশাসনের।
অভিযানে কেবল অ্যামোনিয়াম নাইট্রেট নয়, উদ্ধার হয়েছে ৯ কার্টন ডিটোনেটর এবং বিপুল পরিমাণ লাল ও নীল ফিউজ ওয়্যার। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে হারসৌর গ্রামের বাসিন্দা সোলেমান খানকে, যার বিরুদ্ধে আগে থেকেই একাধিক ফৌজদারি মামলা রয়েছে। অভিযুক্ত দাবি করেছে, সে খনি শ্রমিকদের কাছে এই বিস্ফোরক সরবরাহ করত।
তবে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে এত বিপুল মজুত কি কেবল খনির জন্য? এই প্রশ্নই ভাবিয়ে তুলেছে গোয়েন্দাদের। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে খবর দেওয়া হয়েছে। সোলেমানকে জেরার জন্য খুব শীঘ্রই কেন্দ্রীয় প্রতিনিধি দল নাগাউরে পৌঁছাতে পারে বলে জানা গেছে।