গভীর রাতে রণক্ষেত্র ফলতা! ১০টি ইঞ্জিনের লড়াইয়ে নিয়ন্ত্রণে আগুন, নেপথ্যে কি রান্নার গ্যাস না শর্ট সার্কিট?

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকায়। রাত আনুমানিক আড়াইটে নাগাদ একটি থার্মোকলের গোডাউনে হঠাৎই আগুন লাগে। থার্মোকল এবং অত্যন্ত দাহ্য কেমিক্যাল মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা গুদামকে গ্রাস করে নেয়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, খবর পেয়ে একে একে দমকলের ১০টিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টার মরণপণ লড়াইয়ের পর আগুন আপাতত নিয়ন্ত্রণে এলেও এলাকা এখনও ধোঁয়ায় ঢেকে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। তবে আগুন লাগার বিষয়টি দ্রুত নজরে আসায় তাঁরা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে বড়সড় কোনও হতাহতের খবর মেলেনি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে এই বিপত্তি ঘটতে পারে। তবে গোডাউনের ভিতরে রান্নাবান্নার কাজ চলত বলেও জানা গিয়েছে। ফলে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে কোনওভাবে আগুন লেগেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফলতা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি তদারকি করছে।