প্রজাতন্ত্র দিবসের সকালে বড় ধাক্কা! এক ধাক্কায় সোনা বাড়ল ২৪ হাজার টাকা, জেনে নিন আজকের লেটেস্ট রেট

প্রজাতন্ত্র দিবসের সকালেই সাধারণ মানুষের পকেটে বড় কোপ! উৎসবের দিনেও স্বস্তি নেই সোনা কেনায়। একটানা দাম বৃদ্ধির ধারা বজায় রেখে আজ, ২৬ জানুয়ারি ২০২৬, দেশের বাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল হলুদ ধাতু। কলকাতা থেকে দিল্লি, মুম্বই থেকে চেন্নাই— সর্বত্রই দামের গ্রাফ উর্ধ্বমুখী। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১৬২,০০০ টাকার গণ্ডি পেরিয়ে এক ঐতিহাসিক স্তরে পৌঁছেছে।
কলকাতায় আজ ১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১২,২০৩ টাকা (১৮৪ টাকা বৃদ্ধি), ২২ ক্যারেটের ১ গ্রামের দাম ১৪,৯১৫ টাকা (২২৫ টাকা বৃদ্ধি) এবং ২৪ ক্যারেটের ১ গ্রামের দাম ১৬,২৭১ টাকা (২৪৫ টাকা বৃদ্ধি)। অর্থাৎ, গতকালের তুলনায় প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২,৪৫০ টাকা। শুধু কলকাতাই নয়, দিল্লির বাজারে ২৪ ক্যারেট সোনা বিকোচ্ছে ১৬২,৮৬০ টাকায় এবং চেন্নাইতে সেই দাম আরও চড়া, প্রায় ১৬৩,৯১০ টাকা। বিয়ের মরসুমের আগে সোনার এই লাগামহীন দৌড়ে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের।