গুয়াহাটিতে অভিষেকের তাণ্ডব, সূর্যের তেজ! ১০ ওভারেই কিউইদের চুরমার করে ৫ বিশ্বরেকর্ড ভারতের!

গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে সোমবার যা ঘটল, তাকে ক্রিকেট না বলে নিউজিল্যান্ড বোলারদের ওপর ‘অত্যাচার’ বলাই ভালো। অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদবের ব্যাটে চড়ে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যমাত্রাকে ভারত স্রেফ ছেলেখেলা বানিয়ে ছাড়ল। মাত্র ১০ ওভারে (৬০ বল) জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। এই বিধ্বংসী জয়ের পথে ভারত ভেঙে চুরমার করেছে পাঁচটি বড় রেকর্ড।
১. ১৫০+ রান তাড়ায় দ্রুততম জয়: টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১৫০-এর বেশি রান তাড়া করতে নেমে মাত্র ৬০ বলে ম্যাচ জিতে রেকর্ড গড়ল ভারত। এর আগে কোনো দল এত দ্রুত এই টার্গেট ছুঁতে পারেনি। ১৫ রান প্রতি ওভার রেটে রান তুলে বিশ্বকে চমকে দিয়েছে সূর্য অ্যান্ড কোম্পানি।
২. অভিষেক শর্মার ‘রকেট’ ফিফটি: অভিষেক শর্মা মাত্র ১৪ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। এটি কোনো ভারতীয় ক্রিকেটারের টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ফিফটি। তালিকার শীর্ষে রয়েছেন যুবরাজ সিং (১২ বল)। অভিষেক এদিন ২০ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৭টি চার।
৩. পাওয়ারপ্লে-তে আগ্নেয়গিরি: ভারতীয় ব্যাটিংয়ের শক্তি কতটা, তা বোঝা যায় দলের স্কোরবোর্ড দেখলে। মাত্র ৩.১ ওভারে ৫০ রান এবং ৬.৩ ওভারে ১০০ রান পূর্ণ করে ভারত। টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ রান করার যৌথ বিশ্বরেকর্ড এখন ভারতের দখলে।
৪. কিউইদের লজ্জার হার: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটিই ভারতের রানের ব্যবধানে বা বলের ব্যবধানে সবথেকে বড় জয়। এর আগে কিউইদের বিরুদ্ধে কোনো দল ১০ ওভারের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৬ বলে ৫৭ রান করে অভিষেককে যোগ্য সঙ্গ দেন।
৫. ঘরের মাঠে অজেয় ভারত: এই জয়ের ফলে ঘরের মাঠে টানা ১০টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়ল ভারত। ২০২২ সালের পর থেকে দেশের মাটিতে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। আগামী ২৮ এবং ৩১ জানুয়ারি বাকি দুটি ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে চুনকাম করতে মরিয়া রাহুল দ্রাবিড়ের ছাত্ররা।