পেট্রোলের খরচ শূন্য! মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করছে টাটার এই সস্তা ইলেকট্রিক গাড়ি, একবার চার্জে ২৫০ কিমি!

ক্রমবর্ধমান পেট্রোলের দাম নিয়ে কপালে চিন্তার ভাঁজ? আপনার সেই দুশ্চিন্তা মেটাতে বাজারে দাপিয়ে বেড়াচ্ছে টাটা টিয়াগো ইভি (Tata Tiago EV)। বর্তমানে ভারতীয় মধ্যবিত্ত পরিবারের কাছে এটিই হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি। বিশেষ করে যারা ৫-সিটার সেগমেন্টে সস্তায় ইভি খুঁজছেন, তাদের জন্য টাটার এই গাড়িটি এক কথায় অনবদ্য।
ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি কোনটি? বাজারে বর্তমানে এমজি কমেট ইভি (MG Comet EV) ৪-সিটার হিসেবে বেশ সস্তা হলেও, আপনি যদি একটি পূর্ণাঙ্গ ৫-সিটার ফ্যামিলি কার চান, তবে টাটা টিয়াগো ইভি-র কোনো বিকল্প নেই। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ৭.৯৯ লক্ষ টাকা থেকে। মোট ছয়টি আকর্ষণীয় ভেরিয়েন্ট এবং কালার অপশনে এই গাড়িটি পাওয়া যাচ্ছে।
ব্যাটারি এবং মাইলেজ: একবার চার্জেই কেল্লাফতে টাটা টিয়াগো ইভি-তে দুটি ব্যাটারি প্যাকের অপশন রয়েছে:
-
১৯.২ kWh ব্যাটারি: এটি একবার ফুল চার্জ করলে ২৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ (Claimed Range) দিতে পারে। এটি ৬০ hp শক্তি এবং ১১০ Nm টর্ক উৎপন্ন করে।
-
২৪ kWh ব্যাটারি: যারা একটু বেশি রেঞ্জ চান, তাদের জন্য রয়েছে এই বড় ব্যাটারি। এটি একবার চার্জে ৩১৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর শক্তি ৭৪ hp এবং টর্ক ১১৪ Nm।
গতি এবং চার্জিং ফিচার্স এই গাড়িটি মাত্র ৫.৭ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম। চার্জিংয়ের জন্য এতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, যার ফলে মাত্র ৫৮ মিনিটে ব্যাটারি ১০% থেকে ৮০% পর্যন্ত চার্জ হয়ে যায়। এ ছাড়া ঘরে সাধারণ প্লাগ পয়েন্ট দিয়েও এটি অনায়াসেই চার্জ করা সম্ভব। নিরাপত্তার দিক থেকেও টাটা টিয়াগো ইভি আপসহীন, এতে রয়েছে একাধিক এয়ারব্যাগ এবং মজবুত বিল্ড কোয়ালিটি।