কাশ্মীরে ফের দাউদাউ আগুন! কিশতোয়ারের ঘন জঙ্গলে মধ্যরাতে সেনা-জঙ্গি গুলির লড়াই, চিরুনি তল্লাশিতে জওয়ানরা

প্রজাতন্ত্র দিবসের আবহেও অশান্ত ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় রবিবার রাত থেকে ফের শুরু হয়েছে ভারতীয় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই। গত কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার রণক্ষেত্র হয়ে উঠল কিশতোয়ারের জঙ্গল এলাকা। পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে জানসীর-কান্দিওয়ার জঙ্গলে যৌথ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ।
মধ্যরাতে শুরু লড়াই: জানসীর-কান্দিওয়ারের রুদ্ধশ্বাস অভিযান রবিবার রাত ১০টা ২০ মিনিট নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলে তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। জওয়ানদের উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। জানা গিয়েছে, গত ১৮ জানুয়ারি কিশতোয়ারের ছতরু এলাকায় যে জঙ্গিরা সেনার ঘেরাটোপ থেকে পালিয়ে গিয়েছিল, তারাই বর্তমানে এই ঘন জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে।
স্মৃতিতে ‘অপারেশন ট্রাশ-১’ ও হাবিলদার গজেন্দ্র সিং কিশতোয়ারের ছতরু এলাকায় এর আগে চলা অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ট্রাশ-১’ (Operation Trashi-I)। সেই অভিযানে জইশ-ই-মহম্মদের জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে স্পেশ্যাল ফোর্সের হাবিলদার গজেন্দ্র সিং শহিদ হয়েছিলেন এবং সাতজন জওয়ান আহত হন। প্রবল তুষারপাত ও দুর্গম পাহাড়ের সুযোগ নিয়ে জঙ্গিরা তখন পালাতে সক্ষম হলেও, এবার তাদের ছাড়তে নারাজ হোয়াইট নাইট কোর (White Knight Corps)।
প্রকৃতি বনাম বীরত্ব: প্রতিকূলতার মধ্যেও অবিচল সেনা কিশতোয়ারের এই অঞ্চলটি অত্যন্ত দুর্গম। একদিকে রুক্ষ পাহাড়, অন্যদিকে নাগাড়ে তুষারপাত ও ঘন জঙ্গল— এই সমস্ত প্রতিকূলতাকে হাতিয়ার করেই জঙ্গিরা বারবার পালানোর চেষ্টা করছে। কিন্তু ২০২৫ সালের পহেলগাঁও হামলার পর থেকে ভারত সরকার ও সেনাবাহিনী যে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে, তার অধীনে প্রতিটি কোণ তল্লাশি করা হচ্ছে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ রুখতে এবং উপত্যকায় লুকিয়ে থাকা স্লিপার সেলগুলিকে ধ্বংস করতে এই ধরনের অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশতোয়ারের বর্তমান অভিযানে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর না থাকলেও, গোলাগুলির আওয়াজ মাঝে মাঝেই এলাকাটিকে কাঁপিয়ে দিচ্ছে। বাড়তি সেনা পাঠিয়ে গোটা বনভূমি ঘিরে ফেলা হয়েছে যাতে এবার আর কেউ পালাতে না পারে।