বড় খবর: এমপি পুলিশ কনস্টেবল পরীক্ষার রেজাল্ট আউট! দ্বিতীয় রাউন্ডে ডাক পেলেন ৫৯ হাজারেরও বেশি প্রার্থী

মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড (MPESB) অবশেষে বহুপ্রতীত এমপি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৫-এর প্রথম ধাপের ফলাফল ঘোষণা করেছে। শনিবার প্রকাশিত এই ফলাফলে মোট ৫৯,৪৩৮ জন প্রার্থীকে পরবর্তী ধাপ অর্থাৎ শারীরিক পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। যে সকল চাকরিপ্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারা এখন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট esb.mp.gov.in-এ গিয়ে নিজেদের নাম ও রোল নম্বর যাচাই করতে পারবেন।

মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র বিভাগের অধীনে পুলিশ সদর দপ্তরে ৭,৫০০টি কনস্টেবল (এক্সিকিউটিভ) পদে নিয়োগের জন্য এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল। গত ৩০ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত রাজ্যের ১১টি প্রধান শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিসংখ্যান অনুযায়ী, এই পদের জন্য ৯,৭৮,০০০-এরও বেশি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে পরীক্ষায় বসেছিলেন প্রায় ৬,৮৫,০০০ প্রার্থী। তাঁদের মধ্য থেকেই মেধার ভিত্তিতে ৫৯ হাজারেরও বেশি প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান ফলাফলটি ‘পার্সেন্টাইল স্কোর’-এর ভিত্তিতে তৈরি করা হয়েছে। তবে চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল প্রার্থীর বিস্তারিত স্কোরকার্ড প্রকাশ করা হবে না। দ্বিতীয় ধাপে উত্তীর্ণ প্রার্থীদের এখন কঠিন শারীরিক দক্ষতা পরীক্ষা (PPT), শারীরিক মান পরীক্ষা (PMT) এবং নথি যাচাইয়ের সম্মুখীন হতে হবে। এই পর্যায়ের অ্যাডমিট কার্ড ও সময়সূচী খুব শীঘ্রই মধ্যপ্রদেশ পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশ করা হবে। প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ফলো করার পরামর্শ দেওয়া হচ্ছে।