৬ কোটির চাকরি ত্যাগ! পরকীয়ার টানে স্ত্রী-সন্তানকে ত্যাগ করে দেশান্তরী স্বামী, আদালতের রায়ে মাথায় আকাশ ভাঙল ব্যক্তির

পরকীয়ার টানে ঘর ভেঙেছিলেন আগেই। স্ত্রী ও চার সন্তানকে ফেলে অন্য মহিলার সঙ্গে সংসার শুরু করেন। কিন্তু যখনই স্ত্রী আদালতের দ্বারস্থ হলেন, খোরপোশের টাকা থেকে বাঁচতে যা করলেন ওই ব্যক্তি, তা শুনে তাজ্জব গোটা বিশ্ব। বাৎসরিক ৬ কোটি টাকার লোভনীয় চাকরি হেলায় ছেড়ে দিয়ে দেশ ছাড়লেন তিনি। কিন্তু আইন যে কতটা কঠোর হতে পারে, তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন সিঙ্গাপুরে কর্মরত ওই প্রবাসী।
চাকরি ছেড়ে পলায়ন: খোরপোশ এড়ানোর কৌশল? ২০১৩ সালে সস্ত্রীক সিঙ্গাপুরে কাজের সূত্রে এসেছিলেন ওই ব্যক্তি। ২০২৩ সালে পরকীয়ার কারণে পারিবারিক বিবাদ চরমে ওঠে। স্ত্রী ও ৪ সন্তানকে একা ফেলে তিনি অন্য মহিলার সঙ্গে থাকতে শুরু করেন। স্ত্রী যখন খোরপোশের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন, তখন ওই ব্যক্তি এক অদ্ভুত কাণ্ড ঘটান। তিনি জানতেন, তাঁর ৬ কোটি টাকার বার্ষিক আয় অনুযায়ী আদালত মোটা অঙ্কের খোরপোশ ধার্য করবে। সেই দায় এড়াতে তিনি তড়িঘড়ি চাকরি থেকে ইস্তফা দেন এবং সিঙ্গাপুর ছেড়ে নিজের দেশ কানাডায় পাড়ি দেন।
আদালতের কড়া অবস্থান ও গ্রেপ্তারি পরোয়ানা কানাডায় পালিয়ে গিয়ে তিনি ভেবেছিলেন সিঙ্গাপুরের আইনের হাত থেকে বেঁচে গিয়েছেন। বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি। ফলে সিঙ্গাপুর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশেষে বেগতিক বুঝে ভিডিও কলের মাধ্যমে আদালতের মুখোমুখি হতে বাধ্য হন ওই ব্যক্তি।
বিচারপতির ঐতিহাসিক রায় সিঙ্গাপুরের আদালতের বিচারপতি বুঝতে পারেন যে, কেবল খোরপোশের টাকা ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই ওই ব্যক্তি নিজের কেরিয়ার ও ৬ কোটি টাকার চাকরি বিসর্জন দিয়েছেন। বিরক্ত বিচারপতি কড়া ভাষায় নির্দেশ দেন যে, ২০২৩ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া হিসেবে ওই ব্যক্তিকে ৪ কোটি টাকা স্ত্রীকে দিতে হবে। শুধু তাই নয়, এর পর থেকে প্রতি মাসে প্রায় ১৫ লক্ষ টাকা (ডলারের হিসেবে) খোরপোশ পাঠাতে হবে ওই ব্যক্তিকে।
বর্তমানে স্ত্রী তাঁর সন্তানদের নিয়ে সিঙ্গাপুরেই থাকছেন। অন্যদিকে ওই ব্যক্তি কানাডায় থাকলেও আদালতের এই বিশাল অঙ্কের আর্থিক বোঝা তাঁকে বহন করতেই হবে। সিঙ্গাপুরের সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। খোরপোশ এড়াতে চাকরি ছাড়ার এই ‘আত্মঘাতী’ চেষ্টা শেষ পর্যন্ত ওই ব্যক্তির ওপরই ব্যুমেরাং হয়ে ফিরল।