রেড রোডে মমতার উপস্থিতিতে কুচকাওয়াজ, অন্যদিকে কর্তব্যপথে মোদি-মুর্মু; তেরঙ্গায় রঙিন দুই রাজধানী!

আজ ২৬ জানুয়ারি, ২০২৬। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশ আজ দেশপ্রেমে উদ্বুদ্ধ। দিল্লির রাজপথ (কর্তব্যপথ) থেকে কলকাতার রেড রোড— সর্বত্রই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে দিনভর বর্ণাঢ্য উদযাপন। ১৯৫০ সালের এই দিনেই কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধান, দেশ লাভ করেছিল পূর্ণাঙ্গ প্রজাতন্ত্রী রাষ্ট্রের মর্যাদা। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করেই আজ উৎসবের মেজাজে দেশবাসী।

কলকাতার রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ কলকাতার রেড রোডে আয়োজিত হয়েছে রাজ্য সরকারের মূল অনুষ্ঠান। সেখানে ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পতাকা উত্তোলনের পর শুরু হয়েছে রাজ্য পুলিশের বিভিন্ন উইং এবং আধাসামরিক বাহিনীর কুচকাওয়াজ। এবারের বিশেষ আকর্ষণ হলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ট্যাবলো প্রদর্শন। প্রতিটি ট্যাবলোতে বাংলার উন্নয়নমূলক প্রকল্প ও লোকসংস্কৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কুচকাওয়াজের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করছে।

দিল্লির কর্তব্যপথে বিশেষ দৃশ্য অন্যদিকে, জাতীয় রাজধানী দিল্লির কর্তব্যপথেও কুচকাওয়াজের সমারোহ তুঙ্গে। সেখানে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আকাশপথে বায়ুসেনার ফাইটার জেটের গর্জন এবং কর্তব্যপথে ভারতের সামরিক শক্তির প্রদর্শন বিশ্বের দরবারে ভারতের শৌর্য তুলে ধরছে। দিল্লির অনুষ্ঠানে এবারও বিভিন্ন রাজ্যের ট্যাবলোর পাশাপাশি নারীশক্তির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ্য, ১৯৪৭ সালে স্বাধীনতা পেলেও ভারত গণতান্ত্রিক ও প্রজাতন্ত্রী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ড. বি আর আম্বেদকরের নেতৃত্বে রচিত সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমেই ভারতীয় নাগরিকরা লাভ করেন তাঁদের মৌলিক অধিকার।

রেড রোডের এই জমকালো অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচারিত হচ্ছে। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ ঘরে বসেই উপভোগ করছেন এই গর্বের মুহূর্ত। দিনটি উপলক্ষে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।