টিকিট পেতে হুড়োহুড়ি! কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার চালু হতেই ইতিহাস সৃষ্টি করল রেল!

ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী ২২ জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। হাওড়া এবং কামাখ্যার মধ্যে সংযোগকারী এই অত্যাধুনিক ট্রেনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা এতটাই যে, বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকিট নিঃশেষ হয়ে গিয়েছে।

রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শনিবার এই হাই-প্রোফাইল ট্রেনটির উদ্বোধন করেছিলেন। আগামী ২২ জানুয়ারি কামাখ্যা থেকে ট্রেনটি (২৭৫৭৬) প্রথম যাত্রা শুরু করবে। অন্যদিকে, ২৩ জানুয়ারি হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে ফিরতি ট্রেনটি। ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে টিকিট বুকিং শুরু হতেই রেকর্ড লক্ষ্য করা যায়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সমস্ত শ্রেণির আসন বুক হয়ে যাওয়ায় রেল আধিকারিকরা চমকে গিয়েছেন।

সেমি-হাই-স্পিড এই ট্রেনটি মূলত রাতের যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে তৈরি। দীর্ঘ দূরত্বের এই যাত্রায় বন্দে ভারতের প্রিমিয়াম পরিষেবা পাওয়ার জন্য সাধারণ মানুষ যে মুখিয়ে ছিলেন, টিকিটের এই বিপুল চাহিদাই তার প্রমাণ। কামাখ্যা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী যাত্রীদের কাছে এটি এখন সময়ের সাশ্রয় ও আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আপনি কি পরবর্তী সফরের জন্য এই ট্রেনের টিকিট পাওয়ার চেষ্টা করছেন? দ্রুত চোখ রাখুন আইআরসিটিসি-র ওয়েবসাইটে।