ভোটের মুখে তছনছ তৃণমূল! মৌসমের ‘হাত’ ধরতেই মালদহে শাসক শিবিরে ধস, যোগ শতাধিক কর্মীর

বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার আগেই বড়সড় ভাঙন শাসক শিবিরে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর দল ছাড়তেই মালদহে শুরু হয়েছে দলত্যাগের হিড়িক। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের খাসতালুক মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শতাধিক নেতা-কর্মী। তাঁদের হাতে তেরঙা পতাকা তুলে দেন খোদ মৌসম নূর এবং মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী।
মোথাবাড়ির পঞ্চানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই গণ-যোগদান কর্মসূচি ঘাসফুল শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। দলত্যাগীদের দাবি, তৃণমূলের আমলে সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হয়নি, তাই তাঁরা ফের পুরনো ঘরে (কংগ্রেস) ফিরছেন।
তৃণমূল ছাড়ার কারণ নিয়ে সরব মৌসম:
-
সম্মানের অভাব: মৌসম নূর সাফ জানান, বর্তমানে তৃণমূলে আত্মসম্মান নিয়ে কাজ করা অসম্ভব। তাই যাঁরা সম্মানের সঙ্গে রাজনীতি করতে চান, তাঁরা কংগ্রেসে আসছেন।
-
ভবিষ্যৎ ইঙ্গিত: মৌসমের দাবি, শুধু মোথাবাড়ি নয়, গোটা জেলার কয়েক হাজার তৃণমূল কর্মী তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আগামী দিনে আরও বড় মাপের যোগদানের ইঙ্গিত দিয়েছেন তিনি।
অন্যদিকে, জেলায় যখন এই ভাঙন চলছে, তখন পালটা চ্যালেঞ্জ নিতে তৈরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে বড় প্রশাসনিক সভা করতে চলেছেন তিনি। প্রধানমন্ত্রীর সিঙ্গুর সভার ঠিক দশ দিনের মাথায় মমতার এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবান্ন সূত্রের খবর, ওইদিন প্রায় ১৬ লক্ষ উপভোক্তার হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মালদহে দলের ফাটল রুখতে তৃণমূল হাইকম্যান্ড কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।