আইনি বিচ্ছেদ ছাড়াই বেনারসে চুপিচুপি বিয়ে সারলেন হিরণ! বিস্ফোরক দাবিতে মুখ খুললেন স্ত্রী অনিন্দিতা

টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম টলি-রাজনীতি। বারাণসীর ঘাটে বেনারসি সাজে হিরণের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয় গুঞ্জন। যদিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলেন বিধায়ক। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এবার এই বিতর্কিত বিয়ে নিয়ে নীরবতা ভেঙে সংবাদমাধ্যমের সামনে কার্যত বিস্ফোরণ ঘটালেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।
অনিন্দিতার দাবি, হিরণের সঙ্গে তাঁর এখনও আইনত বিচ্ছেদ হয়নি। গত বছরই তাঁদের বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে এবং তাঁদের ১৯ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আইনি ডিভোর্স না হওয়া সত্ত্বেও কীভাবে হিরণ ফের বিয়ে করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অনিন্দিতার কথায়, “সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের পাঠানো স্ক্রিনশট দেখে আমি আঁতকে উঠি। আমাদের তো এখনও ডিভোর্সই হয়নি, তাহলে এই বিয়ে তো পুরোপুরি বেআইনি!”
পরিবারের ভেতরকার যন্ত্রণার কাহিনী:
-
মানসিক অত্যাচার: অনিন্দিতা জানান, দীর্ঘকাল ধরে তিনি ও তাঁর মেয়ে মানসিক অত্যাচারের শিকার। পরিবারের সম্মান রক্ষার্থে এতকাল মুখ বুজে সব সহ্য করেছেন।
-
স্তব্ধ ১৯ বছরের মেয়ে: হিরণের মেয়ে বর্তমানে মনোবিজ্ঞানের ছাত্রী। বাবার এই দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে মেয়েটি কার্যত কথা বলা বন্ধ করে দিয়েছে। অনিন্দিতার আক্ষেপ, “নিজের বাবাকে এই রূপে দেখার পর কোনো সন্তান কি স্বাভাবিক থাকতে পারে?”
-
ব্ল্যাকমেইলের গল্প: হিরণ নাকি অনিন্দিতাকে আগে জানিয়েছিলেন যে, সোশ্যাল মিডিয়ায় ছবিতে থাকা মেয়েটি তাঁকে ‘ব্ল্যাকমেল’ করছে। অথচ এখন সেই মেয়েটির সঙ্গেই বিয়ের ছবি সামনে আসায় হতবাক স্ত্রী। উল্লেখ্য, ওই তরুণী হিরণের মেয়েরই বয়সী।
এমনকি ২০২৫-এর নতুন বছরও তাঁরা একসঙ্গেই উদযাপন করেছিলেন বলে দাবি অনিন্দিতার। এক মাস আগেও খড়্গপুর থেকে কলকাতায় এসে মেয়ের সঙ্গে দেখা করে গিয়েছেন হিরণ। পেশায় ক্যাফে ও শাড়ির ব্যবসায়ী অনিন্দিতা এখন নিজের মেয়ের মানসিক পরিস্থিতি সামলাতেই ব্যস্ত। তবে হিরণের বিরুদ্ধে তিনি কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেননি। টলি-অভিনেতার এই ব্যক্তিগত জীবনের কেলেঙ্কারি এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।