AIIMS-এ রোবটের ম্যাজিক! ১৩ মাসে ১০০০ অপারেশন করে ইতিহাস গড়ল দিল্লি এইমস

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক নয়া মাইলফলক স্পর্শ করল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)। মাত্র ১৩ মাসের মধ্যে ১০০০-এরও বেশি সফল রোবটিক সার্জারি করে রেকর্ড গড়ল এই সরকারি প্রতিষ্ঠান। একসময় রোবটিক সার্জারি মানেই ছিল চড়া দাম আর নামী বেসরকারি হাসপাতালের বিষয়। কিন্তু সেই ধারণা ভেঙে দিয়ে সাধারণ মানুষের হাতের নাগালে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিল এইমস দিল্লি।
পেট, লিভার, অগ্ন্যাশয়, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে ক্যানসারের মতো অত্যন্ত জটিল অস্ত্রোপচার এখন নিখুঁতভাবে সারছে রোবটের মাধ্যমে। এইমসের সার্জিক্যাল ডিসিপ্লিন বিভাগের প্রধান অধ্যাপক ডঃ সুনীল চম্বরের মতে, এই প্রযুক্তিতে চিকিৎসকরা থ্রি-ডি (3D) ভিশন পান, যা মানুষের চোখের চেয়েও অনেক বেশি স্পষ্ট। ফলে অত্যন্ত সংবেদনশীল অঙ্গেও নিখুঁতভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে।
রোবটিক সার্জারির সবচেয়ে বড় সুবিধা হল, এতে শরীরে বড় কোনো ক্ষত তৈরি হয় না। রক্তক্ষরণ অত্যন্ত কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। এর পাশাপাশি, এইমস দেশের অন্যতম বড় মেডিক্যাল ট্রেনিং হাব হওয়ায়, জুনিয়র ডাক্তাররাও হাতেকলমে এই বিশ্বমানের প্রযুক্তি শিখতে পারছেন। এর ফলে ভারতের চিকিৎসা ব্যবস্থা আন্তর্জাতিক মানের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। সরকারি পরিকাঠামোতেও যে এত বড় মাপের প্রযুক্তিগত বিপ্লব সম্ভব, দিল্লি এইমস তা হাতেনাতে প্রমাণ করে দিল।