সব বিরোধীই কি ‘শহুরে নকশাল’? মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জয়রাম রমেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘শহুরে নকশাল’ (Urban Naxal) মন্তব্য ঘিরে এবার রণংদেহি মেজাজে কংগ্রেস। মঙ্গলবার বিজেপি সদর দফতরে নীতিন নবীনের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের পাল্টায় কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তাঁর সোজাসাপ্টা প্রশ্ন— “প্রধানমন্ত্রী কি তাঁর প্রতিটি বিরোধীকেই শহুরে নকশাল মনে করেন?”

জয়রাম রমেশ ২০২০ সালের ১১ মার্চ রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া একটি উত্তরের উদ্ধৃতি দিয়ে মোদীকে আক্রমণ করেন। তিনি মনে করিয়ে দেন, খোদ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল যে সরকারিভাবে ‘আর্বান নকশাল’ বলে কোনও শব্দ বা পরিভাষা তারা ব্যবহার করে না। রমেশ প্রশ্ন তোলেন, “২০২৪-এর এপ্রিল মাসে প্রধানমন্ত্রী জাতিগত জনগণনার দাবি তোলা মানুষদেরও শহুরে নকশাল বলেছিলেন। আজ তিনি বলছেন এর নাকি আন্তর্জাতিক যোগসূত্র আছে। প্রধানমন্ত্রী কি স্পষ্ট করবেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের বয়ান ঠিক নাকি তাঁর রাজনৈতিক ভাষণ?”

এর আগে সকালে বিজেপি কর্মীদের উদ্দেশে মোদী বলেছিলেন, শহুরে নকশালবাদ এখন একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিণত হয়েছে। যদি কোনও বুদ্ধিজীবী বা সাংবাদিক মোদীর পক্ষে একটিও ইতিবাচক কথা বলেন, তবে এই শহুরে নকশালরা তাঁকে একঘরে করে দেয়। প্রধানমন্ত্রীর এই আক্রমণাত্মক মেজাজকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে দাবি করেছে কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ‘আর্বান নকশাল’ ইস্যুকে হাতিয়ার করে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে মেরুকরণের লড়াই আরও তীব্র হতে চলেছে।