রেকর্ড সময়ে কামাল! কিশতওয়াড়ে ভেঙে পড়া সেতু ১৪ ঘণ্টাতেই সচল করল BRO, প্রশংসায় পঞ্চমুখ জনতা

প্রতিকূল আবহাওয়া আর হাড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে অসাধ্য সাধন করল বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। জম্মু-কাশ্মীরের কিশতওয়াড় জেলায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে যাওয়ার পর মাত্র ১৪ ঘণ্টারও কম সময়ে বিকল্প রাস্তা তৈরি করে যান চলাচল স্বাভাবিক করল তারা। মূলত একটি অতিরিক্ত পণ্যবোঝাই (ওভারলোডেড) ডাম্পার যাওয়ার সময় ঘলার-সংসারি সড়কের বেইলি ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর ফলে হিমাচল প্রদেশের সঙ্গে চিনাব উপত্যকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

শীতকালে এই রাস্তাটিই এই অঞ্চলের লাইফলাইন হিসেবে পরিচিত। সেতুটি ভেঙে যাওয়ায় বহু পর্যটক এবং নিত্যযাত্রী আটকে পড়েন। খবর পাওয়া মাত্রই ১১৮ রোড কনস্ট্রাকশন কোম্পানির (RCC) জওয়ান ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছান। লেফটেন্যান্ট কর্নেল জীবিতেশ রাজোরার নেতৃত্বে প্রবল শীত ও ঝোড়ো হাওয়ার মধ্যেও সারা রাত কাজ চলে। ৩৫ বিআরটিএফ (BRTF)-এর কমান্ডার এস. কে. সিং পুরো অপারেশনটি পর্যবেক্ষণ করেন। ভারী যন্ত্রপাতির সাহায্যে রাতারাতি একটি অস্থায়ী ডাইভারশন তৈরি করা হয়, যার ফলে সকাল হতেই ফের যান চলাচল শুরু হয়।

বিআরও-র এই মানবিক রূপও এদিন ফুটে উঠেছে। আটকে পড়া যাত্রীদের জন্য জল এবং খাবারের ব্যবস্থাও করেন জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের মতে, বিআরও যদি এত দ্রুত ব্যবস্থা না নিত, তবে বহু এলাকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিত। তবে সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাফিক নিয়ম লঙ্ঘন করা এবং ওভারলোড গাড়ির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত অস্থায়ী রাস্তা তৈরি হলেও স্থায়ী সেতু মেরামতের কাজও দ্রুত শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।