ট্রাম্পের ‘বিপজ্জনক’ ফাঁদে পা দেবেন মোদী? ৯০০০ কোটির গাজা শান্তি বোর্ডে ভারতকে কেন টানছেন ডোনাল্ড?

নিজেকে বিশ্বের ‘সবচেয়ে বড় মোড়ল’ প্রমাণ করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এক নতুন বিতর্কের জন্ম দিলেন। গাজায় শান্তি ফেরানোর নাম করে তিনি গঠন করেছেন ‘গাজা বোর্ড অফ পিস’ বা শান্তি বোর্ড। কিন্তু এই বোর্ডের আড়ালে ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে ভারতকে এই বোর্ডে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রাম্প কোনো কৌশলী ফাঁদে ফেলছেন কি না, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
ট্রাম্পের এই শান্তি বোর্ডে সদস্য হতে গেলে প্রতিটি দেশকে দিতে হবে ১ বিলিয়ন ডলার বা প্রায় ৯০০০ কোটি টাকা। সমালোচকদের মতে, এটি শান্তির মঞ্চ নয়, বরং ট্রাম্পের উপার্জনের এক নতুন মাধ্যম। কানাডা এবং ফ্রান্স ইতিমধ্যেই এই বিশাল অংকের টাকার কারণে বোর্ডে যোগ দিতে অস্বীকার করেছে। অন্যদিকে, ভারতের জন্য এই বোর্ডে যোগ দেওয়া দ্বিমুখী তলোয়ারের মতো। কারণ, গাজা পুনর্গঠনের নামে দেওয়া অর্থ পরোক্ষভাবে সেই হামাস জঙ্গিদের হাতে পৌঁছাতে পারে, যারা বর্তমানে পাকিস্তানের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষুব্ধ ভারতের পরম বন্ধু রাষ্ট্র ইজরায়েল। ইজরায়েলি প্রধানমন্ত্রী দফতর সাফ জানিয়েছে, এই বোর্ড ইজরায়েলের সরকারি নীতির পরিপন্থী এবং তাঁদের সঙ্গে কোনো আলোচনা না করেই এই ঘোষণা করা হয়েছে। বিশেষ করে পাকিস্তান, তুরস্ক এবং কাতারের মতো দেশগুলিকে এই বোর্ডে রাখায় ইজরায়েল প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে। ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কারের লোভে ইজরায়েলের নিরাপত্তা এবং ভারতের মতো বন্ধু দেশের বিদেশনীতিকে ঝুঁকির মুখে ফেলছেন? এখন সেটাই দেখার।