প্রধানমন্ত্রী যাকে ‘বস’ মানলেন! দায়িত্ব পেয়েই দিল্লিতে হাইভোল্টেজ বৈঠক ডাকলেন নীতিন নবীন

ভারতীয় জনতা পার্টির দ্বাদশ জাতীয় সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরেই পুরোদমে ময়দানে নেমে পড়লেন নীতিন নবীন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণার পর, বুধবারই দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম হাইভোল্টেজ বৈঠক ডাকলেন তিনি। জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হওয়া নীতিন নবীনই বিজেপির ইতিহাসের সর্বকনিষ্ঠ সভাপতি।
বুধবার সকাল ১০:৩০টা থেকে শুরু হওয়া এই বৈঠকে দেশের প্রতিটি রাজ্যের প্রদেশ সভাপতি এবং সংগঠন মন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলা এই ম্যারাথন বৈঠকে উপস্থিত থাকবেন বিএল সন্তোষও। আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং দলকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার ব্লু-প্রিন্ট এই বৈঠকেই তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম ভাষণে নীতিন নবীন বলেন, “রাজনীতি আমাদের কাছে ক্ষমতা দখলের লড়াই নয়, এটি একটি সাধনা।” তিনি আরও যোগ করেন, বিজেপির আদর্শ এবং কর্মীদের কঠোর পরিশ্রমই দলটিকে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “আজ থেকে নীতিন নবীনই আমার বস এবং আমি ওঁর একজন সাধারণ কর্মী।” প্রধানমন্ত্রীর এই মন্তব্য দলের অন্দরে নীতিনের গুরুত্ব এবং মর্যাদাকে আরও বাড়িয়ে দিয়েছে। ১৪ ডিসেম্বর ২০২৫-এ কার্যকরী সভাপতির দায়িত্ব পাওয়ার পর, এবার পূর্ণকালীন সভাপতি হিসেবে নীতিন নবীন বিজেপির নতুন যুগের সূচনা করলেন।