মধ্যপ্রদেশে গুগলের মেগা এন্ট্রি! আইটি ও ডেটা সেন্টারে আসছে হাজার হাজার কোটির বিনিয়োগ?

দাভোস, ২০ জানুয়ারি ২০২৬: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলনে এক ঐতিহাসিক সাফল্যের পথে এগিয়ে গেল মধ্যপ্রদেশ। বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগল (Google) এবার মধ্যপ্রদেশের আইটি, আইটিইএস (IT/ITES) এবং ডেটা সেন্টার ক্ষেত্রে বিনিয়োগের জোরালো ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার দাভোসে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে গুগলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তার সঙ্গে মধ্যপ্রদেশের প্রশাসনিক প্রতিনিধিদের বিস্তারিত আলোচনা হয়।
গুগল মূলত রাজ্যের উন্নত অবকাঠামো এবং রাজ্য সরকারের সহযোগী মনোভাবের প্রশংসা করেছে। এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, তাঁরা মধ্যপ্রদেশে ডেটা সেন্টার প্রকল্পের পাশাপাশি প্রযুক্তিগত রূপান্তরের ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। এই বিনিয়োগ সফল হলে রাজ্যের আইটি ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে।
বৈঠকের অন্যতম আকর্ষণ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর ব্যবহার। কৃষি ও শিক্ষা ক্ষেত্রে গুগলের বিশেষ এআই মডেল ‘জেমিmini AI’ (Gemini AI) ব্যবহারের সম্ভাবনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এর মাধ্যমে কৃষকদের ফলন বৃদ্ধিতে সহায়তা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত ডিজিটাল শিক্ষা সমাধানের নতুন পথ প্রশস্ত হবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে নবায়নযোগ্য শক্তি বা গ্রিন এনার্জি-র ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আইটি এবং ডেটা সেন্টার প্রকল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মধ্যপ্রদেশ সরকার একটি বিশেষ ‘সবুজ শক্তি নীতি’ (Green Energy Policy) তৈরির পরিকল্পনা নিয়েছে। এই বৈঠকে রাজ্যের নবায়নযোগ্য শক্তি মন্ত্রী রাকেশ শুক্লা এবং সরকারের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডিজিটাল ইন্ডিয়া মিশনের অধীনে মধ্যপ্রদেশকে ভারতের অন্যতম আইটি হাবে পরিণত করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।