আবু সালেম পালালে বিপদে পড়বে মোদী সরকার! মুম্বাই হামলায় সাজাপ্রাপ্ত ডনের প্যারোল নিয়ে আদালতে বড় চাঞ্চল্য

১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণ মামলার অন্যতম প্রধান আসামী এবং কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমের প্যারোল নিয়ে বম্বে হাইকোর্টে কড়া অবস্থান নিল মহারাষ্ট্র সরকার ও সিবিআই। মঙ্গলবার আদালতে হলফনামা জমা দিয়ে সরকার জানিয়েছে, সালেমকে প্যারোলে মুক্তি দিলে সে দেশ ছেড়ে পালাতে পারে, যার ফলে পর্তুগাল ও ভারতের কূটনৈতিক সম্পর্ক চরম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কূটনৈতিক সংকটের আশঙ্কা: মহারাষ্ট্র সরকারের পক্ষে কারা মহাপরিদর্শক সুহাস বার্কে জানান, আবু সালেমকে একটি বিশেষ চুক্তির মাধ্যমে পর্তুগাল থেকে ভারতে আনা হয়েছিল। ভারত সরকার পর্তুগালকে সুনির্দিষ্ট গ্যারান্টি দিয়েছিল যে সালেমের প্রত্যর্পণ চুক্তির শর্তাবলী কঠোরভাবে পালন করা হবে। এখন যদি সালেম প্যারোলে গিয়ে ফেরার হয়ে যায়, তবে আন্তর্জাতিক স্তরে ভারতের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে এবং পর্তুগালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরবে।

সিবিআই-এর কড়া হুঁশিয়ারি: শুনানি চলাকালীন সিবিআই আদালতকে স্পষ্ট জানায় যে, আবু সালেম এক দশকেরও বেশি সময় ধরে সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত একজন আন্তর্জাতিক অপরাধী। তার মুক্তি আইন-শৃঙ্খলার জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। বড় ভাইয়ের মৃত্যুর কারণ দেখিয়ে সালেম ১৪ দিনের প্যারোল চেয়েছিলেন, কিন্তু সরকার মাত্র ২ দিনের জরুরি প্যারোলের পক্ষপাতী। আদালত আগামী ২৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।