আদালত চত্বরে সাইরেন বাজিয়ে পুলিশের দাদাগিরি! আইনজীবীদের ধাক্কায় ক্যাম্পাস ছাড়ল ট্রাফিক পুলিশ

মধ্যপ্রদেশের রিওয়া জেলা আদালত চত্বর সোমবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয়। ট্রাফিক পুলিশের একটি দল সাইরেন বাজিয়ে আদালত চত্বরে ঢুকে আইনজীবীদের গাড়ির চালান কাটার হুমকি দিলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষুব্ধ আইনজীবীরা পুলিশ কর্মীদের ঘাড়ধাক্কা দিয়ে আদালত চত্বর থেকে বের করে দেন এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
ঘটনার সূত্রপাত: সোমবার দুপুর ১টা নাগাদ ট্রাফিক থানার ইনচার্জ অনিমা শর্মা সদলবলে সাইরেন বাজাতে বাজাতে আদালত চত্বরে প্রবেশ করেন। অভিযোগ, তিনি লাউডস্পিকারে ঘোষণা করতে থাকেন যে, যেখানে সেখানে গাড়ি পার্ক করলে কড়া আইনি ব্যবস্থা ও চালান কাটা হবে। এই ঘটনায় আদালত অবমাননা ও আইনজীবীদের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করেন বার কাউন্সিলের সদস্যরা। তাঁদের দাবি, নতুন আদালত ভবনে আইনজীবীদের জন্য ন্যূনতম বসার জায়গা বা পানীয় জলের ব্যবস্থা নেই, অথচ পুলিশ অযথা হয়রানি করতে ঢুকে পড়ছে।
আইনজীবীদের হুঁশিয়ারি ও সমঝোতা: প্রবীণ আইনজীবী অখণ্ড প্রতাপ সিং জানান, “আদালত চত্বরে এভাবে সাইরেন বাজিয়ে পুলিশের প্রবেশ সম্পূর্ণ বেআইনি।” পরিস্থিতির গুরুত্ব বুঝে সিএসপি রাজীব পাঠক ঘটনাস্থলে পৌঁছে আইনজীবীদের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত জুডিশিয়ারি ও আইনজীবী মহলের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্ত হয় যে, বিনা অনুমতিতে পুলিশ আর আদালত চত্বরে ঢুকবে না। আগামী ২২ জানুয়ারির মধ্যে পানীয় জল ও বিদ্যুতের সমস্যার সমাধান না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বার অ্যাসোসিয়েশন।