সিঙ্গুরে মোদীর মুখে কেন নেই ‘শিল্প’ কথাটি? মমতার মন্ত্রীর তোপে পালটা হুঙ্কার সুকান্ত-শমীকের

সিঙ্গুরের পরিত্যক্ত টাটা ন্যানো কারখানার জমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ঘিরে এখন বঙ্গ রাজনীতি সরগরম। রবিবার মোদী সিঙ্গুরে সভা করলেও তাঁর ভাষণে কেন শিল্পের প্রসঙ্গ এল না, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনার জবাব দিতে ময়দানে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
তৃণমূলের অভিযোগ, প্রধানমন্ত্রী সিঙ্গুরের মানুষের মূল সমস্যা এবং শিল্প নিয়ে একটি শব্দও খরচ করেননি। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না কটাক্ষ করে বলেন, “প্রধানমন্ত্রী বিজেপি নেতাদের উচিত শিক্ষা দিয়ে গিয়েছেন। তিনি জানেন সিঙ্গুরের জমি কৃষকদের ব্যক্তিগত, তাই এখানে শিল্প করতে হলে জমি কিনতে হবে। ভোট এলেই দিল্লি থেকে পরিযায়ী পাখিরা বাংলায় আসে।” বেচারাম আরও প্রশ্ন তোলেন যে, সিঙ্গুর থেকে যে ন্যানো কারখানা গুজরাতে গিয়েছিল, তার উৎপাদন কেন বন্ধ হলো সেই জবাবও মোদী দেননি।
পালটা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সাফ জানান, “তিনি দেশের প্রধানমন্ত্রী, সব কিছু তাঁর বলার প্রয়োজন নেই। আমরা বিজেপি কর্মীরা বলছি, সিঙ্গুরে শিল্প হবেই। আমরা দায়িত্ব নিলে টাটার কাছে যাব।” তিনি আরও দাবি করেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির কারণেই বিনিয়োগ আসছে না। অন্যদিকে, শমীক ভট্টাচার্য বলেন, “সিঙ্গুরকে শিল্পের বদ্ধভূমিতে পরিণত করেছে তৃণমূল। এখানে শিল্পের সম্ভাবনাকে খুন করা হয়েছে। প্রধানমন্ত্রী সামগ্রিক বাংলার উত্তরণের কথা বলেছেন, যার অর্থই হলো শিল্পায়ন।” সব মিলিয়ে সিঙ্গুরের মাটি থেকে ফের একবার বাংলা ও শিল্পের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।