‘জীবন ফুরিয়ে আসছে, কিন্তু…’ ৮৩ বছর বয়সে কোন আক্ষেপে পুড়ছেন অমিতাভ বচ্চন? বিগ বি-র ব্লগে তোলপাড়!

সাড়ে পাঁচ দশকের বেশি সময় ধরে ভারতীয় সিনেমার সিংহাসনে বসে আছেন তিনি। নাম, যশ, অর্থ কিংবা প্রতিপত্তি— কোনো কিছুরই অভাব নেই ‘শতাব্দীর মেগাস্টার’ অমিতাভ বচ্চনের। কিন্তু ৮৩ বছর বয়সে এসে এক গভীর অনুশোচনা গ্রাস করেছে বলিউড শাহেনশাকে। সম্প্রতি নিজের ব্যক্তিগত ব্লগে জীবনের এক চরম সত্য এবং আক্ষেপের কথা অকপটে স্বীকার করেছেন অমিতাভ, যা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বিগ বি জানিয়েছেন, এই বয়সে এসেও তিনি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করেন। কিন্তু তাঁর দুঃখ ঠিক সেখানেই। অমিতাভ লিখেছেন, “প্রতিদিন আমরা নতুন কিছু শিখি। কিন্তু আফসোস হল, আজ যা শিখছি তা বহু বছর আগেই শেখা উচিত ছিল। সবচেয়ে বড় আফসোস এই যে, আমরা এখন যা শিখছি তা আগে ছিলই না। আর এখন যখন সময় ও বয়স দুটোই হাতের বাইরে চলে যাচ্ছে, তখন শেখার ইচ্ছা, প্রচেষ্টা এবং শক্তি— তিনটেই কমে আসছে।”
প্রযুক্তির দ্রুত পরিবর্তন দেখে বিষণ্ণ অমিতাভ আরও যোগ করেন যে, উদ্ভাবন এবং টেকনোলজির গতি এতই দ্রুত যে কোনো কিছু শেখার আগেই সময় পেরিয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্মের কাজের ধরন নিয়ে তিনি বলেন, এখন মানুষ অজানা কাজ গ্রহণ করে তা বিশেষজ্ঞদের দিয়ে করিয়ে নেয় (আউটসোর্স), কিন্তু নিজে শেখার আনন্দ অন্যরকম। ৮৩ বছর বয়সেও এই অদম্য কৌতূহল এবং নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়ার বিনয় আবারও প্রমাণ করল কেন তিনি আজও মেগাস্টার। শাহেনশার এই লেখাটি তাঁর কোটি কোটি ভক্তকে যেমন আবেগপ্রবণ করেছে, তেমনি নতুন করে ভাবিয়ে তুলছে।