মহারাষ্ট্র পৌর নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার! পওয়ার-ঠাকরের গড়ে ধস, এমভিএ-তে কি ‘দাদাগিরি’ বাড়বে হাত শিবিরের?

মহারাষ্ট্রের পৌর নির্বাচনের ফলাফল রাজ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ২৯টি পৌর নিগমের ফলাফলে স্পষ্ট যে, রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন ‘মহাযুতি’ জোট নিজেদের আধিপত্য বজায় রাখলেও, বিরোধী ‘মহা বিকাশ আঘাদি’ (এমভিএ)-র অভ্যন্তরে শক্তির ভারসাম্য আমূল বদলে গিয়েছে। বিশেষ করে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) এবং শরদ পওয়ারের এনসিপি (এসপি)-র শোচনীয় পরাজয় এখন কংগ্রেসকে জোটের ‘বড় ভাই’ হিসেবে প্রতিষ্ঠিত করার পথ প্রশস্ত করে দিয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৮৬৯টি আসনের মধ্যে বিজেপি একাই ১৪২৫টি আসন জিতে নিরঙ্কুশ প্রধান্য বজায় রেখেছে। অন্যদিকে, কংগ্রেস ৩২৪টি আসন জিতে সামগ্রিকভাবে তৃতীয় স্থানে উঠে এসেছে। উল্লেখ্য যে, উদ্ধব ঠাকরের দল মাত্র ১৫৫টি এবং শরদ পওয়ারের গোষ্ঠী মাত্র ৩৬টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। মুম্বইয়ের দুর্গ হারিয়েছেন উদ্ধব, আর পুণে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ে পওয়ারের গড়ে থাবা বসিয়েছে অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। এই ফলাফলের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৯ সালের বিধানসভা নির্বাচনের আগে আসন ভাগাভাগির ক্ষেত্রে কংগ্রেস এখন অনেক বেশি দর কষাকষি করার সুযোগ পাবে।
কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে, ঠাকরে এবং পওয়ারের ‘আঞ্চলিক গর্ব’-এর কার্ড বিজেপির জয়রথ থামাতে ব্যর্থ হয়েছে। কোলাপুর, চন্দ্রপুর এবং ভিওয়ান্ডির মতো শহরে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে উঠে আসায় প্রমাণিত হয়েছে যে, গ্রামীণ এলাকার পাশাপাশি শহরাঞ্চলেও তাদের জনভিত্তি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধব ও শরদ পওয়ার গোষ্ঠীর সামনে এখন কংগ্রেসের হাত ধরে চলা ছাড়া আর কোনো বিকল্প নেই, নতুবা বিরোধী ভোট বিভাজনের জেরে তারা আরও অস্তিত্ব সংকটে পড়তে পারে।