৭০ বছরের রাঁধুনির জন্মদিন পালন মালকিনের! রামজি বাবার অকৃত্রিম হাসিতে চোখের জল নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্ক্রলিংয়ের মাঝে মাঝে এমন কিছু দৃশ্য সামনে আসে যা নিমেষেই মন ভালো করে দেয়। ঠিক তেমনই এক হৃদয়স্পর্শী ভিডিও বর্তমানে ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। কোনো নামী সেলিব্রিটি বা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং এক বৃদ্ধ রাঁধুনির সহজ-সরল হাসিতে মজেছে গোটা নেটপাড়া। ভিডিওটি রামজি বাবা নামক এক বৃদ্ধের, যিনি দীর্ঘ বছর ধরে একটি পরিবারের জন্য রান্না করছেন। সম্প্রতি সেই পরিবার তাঁর ৭০তম জন্মদিন এমনভাবে পালন করল, যা দেখে আবেগে ভাসছেন লক্ষ লক্ষ মানুষ।

ইনস্টাগ্রামে @ramjibabaa অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, রামজি বাবা তাঁর জীবনের প্রথম বড় কোনো জন্মদিন উদযাপনে কেক কাটছেন। মোমবাতি নেভানোর সময় তাঁর মুখে লেগে থাকা সেই দ্বিধা মেশানো আনন্দ এবং পরিবারের সদস্যদের করতালি এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এর আগে তাঁরা কখনও রামজি বাবাকে এতটা প্রাণখুলে হাসতে দেখেননি। তাঁদের কাছে তিনি কেবল একজন কর্মচারী নন, বরং বাড়ির এক অভিভাবকতুল্য সদস্য।

ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা। নেটিজেনদের অনেকেই বলছেন, সমাজ যখন প্রায়ই ঘরের পরিচারক বা রাঁধুনিদের শ্রমকে অবজ্ঞা করে, তখন এই পরিবারটি এক অনন্য নজির সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “প্রকৃত সুখ দামি উপহারে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে।” রামজি বাবার এই ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় যে, ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবথেকে বড় প্রাপ্তি হয়ে উঠতে পারে।