‘রেস ৪’-এ ফিরছেন অক্ষয় খান্না? তুঙ্গে জল্পনা, শেষমেশ নীরবতা ভাঙলেন প্রযোজক রমেশ তৌরানি

বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল থ্রিলার ফ্র্যাঞ্চাইজি হল ‘রেস’। গত দুই বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি অর্থাৎ ‘রেস ৪’ নিয়ে দর্শক ও অনুরাগী মহলে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে ‘ধুরন্ধর’ ছবির বিপুল সাফল্যের পর অভিনেতা অক্ষয় খান্নার জনপ্রিয়তায় এখন জোয়ার এসেছে। সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন উঠেছিল যে, ‘রেহমান ডাকাত’ অবতারের পর এবার অক্ষয় খান্নাকে ফের ‘রেস ৪’-এ দেখা যেতে পারে। কিন্তু এই উত্তেজনার মাঝে জল ঢাললেন খোদ প্রযোজক রমেশ তৌরানি।

অক্ষয় খান্নার ফেরার জল্পনা নিয়ে মুখ খুলে রমেশ তৌরানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “না, আমরা অক্ষয়ের সাথে যোগাযোগ করিনি। এই মুহূর্তে এমন কোনও পরিকল্পনাও নেই।” ভক্তদের মনে আশা ছিল যে হয়তো গল্পের মোড় ঘুরিয়ে ফিরিয়ে আনা হবে পুরোনো চরিত্রটিকে। কিন্তু প্রযোজক সাফ জানিয়েছেন যে, প্রথম ছবিতেই অক্ষয়ের চরিত্রের মৃত্যু দেখানো হয়েছিল, তাই তার ট্র্যাক সেখানেই শেষ হয়ে গেছে। চিত্রনাট্যে এমন কোনো পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না যা দিয়ে তাকে ফেরানো সম্ভব।

পাশাপাশি, এই ছবিতে সাইফ আলি খান বা সিদ্ধার্থ মালহোত্রার উপস্থিতি নিয়েও চূড়ান্ত কোনো ঘোষণা দিতে রাজি হননি প্রযোজক। তিনি জানিয়েছেন, ছবির কাস্টিং এখনও চূড়ান্ত নয় কারণ চিত্রনাট্যের কাজ এখনও চলছে। উল্লেখ্য, ‘রেস ২’-এ জন আব্রাহামকে খলনায়ক হিসেবে দেখা গিয়েছিল এবং ‘রেস ৩’-এ সলমন খান প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। ফলে ‘রেস ৪’-এ শেষ পর্যন্ত কারা থাকছেন, তা জানতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।