“খারাপ লোকও ভালো কাজ করে!” মমতার মহাকাল মন্দির নিয়ে দিলীপের বিস্ফোরক মন্তব্য

রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের আদায়-কাঁচকলায় সম্পর্ক সর্বজনবিদিত। কিন্তু শিলিগুড়ির মাটিগাড়ায় মুখ্যমন্ত্রীর ‘মহাকাল মহাতীর্থ’ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য এখন রাজ্য রাজনীতির নতুন হট টপিক।
কী বললেন দিলীপ ঘোষ?
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কার্যত মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “খারাপ লোকও ভালো কাজ করে। কে মন্দির বানাল, সেটা বড় কথা নয়। ভালো-খারাপ সবাই মন্দির বানাতে পারে।” রাজনৈতিক মহলের মতে, একদিকে মন্দিরের কাজকে ‘ভালো’ বললেও মুখ্যমন্ত্রীকে ‘খারাপ লোক’ বলে কটাক্ষ করতে ছাড়েননি মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।
শিলিগুড়িতে মহাদেব দর্শনের নতুন ঠিকানা
শিলিগুড়ির মাটিগাড়ায় প্রায় ১৭.৪ একর জমির ওপর গড়ে উঠছে এই সুবিশাল মন্দির প্রাঙ্গণ। এই প্রকল্পের প্রধান আকর্ষণ হতে চলেছে:
-
১০৮ ফুট উঁচু ধাতু দিয়ে তৈরি শিবমূর্তি।
-
বিশাল এলাকা জুড়ে নান্দনিক স্থাপত্য।
-
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে বিশেষ গান।
দিঘা থেকে শিলিগুড়ি: মমতার ‘মন্দির’ রাজনীতি ও দিলীপ
উল্লেখ্য, গত বছর দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতার আমন্ত্রণে সস্ত্রীক উপস্থিত থেকে চমকে দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় দলের অন্দরে সমালোচনা হলেও দিলীপ স্পষ্ট জানিয়েছিলেন, ভগবানের মন্দিরে যেতে কোনো রং বা রাজনীতি দেখেন না তিনি।
আজ বিকেল ৪টে নাগাদ এই শিলান্যাস পর্ব সেরে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান উত্তরকন্যায়। আগামীকাল সেখানে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন তিনি।
এক নজরে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্দির উদ্যোগ:
দিঘা: জগন্নাথ দেবের মন্দির।
নিউটাউন: দুর্গা অঙ্গন (ভিত্তিপ্রস্তর স্থাপন)।
শিলিগুড়ি: মহাকাল মহাতীর্থ (ভিত্তিপ্রস্তর স্থাপন)।