বিধায়কই থাকছেন মুকুল রায়, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণে দলবদল বিরোধী আইনে গত নভেম্বর মাসে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুকুলের পুত্র শুভ্রাংশু রায়। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে।
এর ফলে মুকুল রায়ের বিধায়ক পদ আপাতত ফিরে এল। এই মামলার পরিপ্রেক্ষিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জিতেও তৃণমূলে যোগ দেওয়ায় মুকুল রায়ের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছিল গেরুয়া শিবির। হাইকোর্টের নির্দেশে সাময়িক বিরতি পড়ল সুপ্রিম কোর্টের এই পদক্ষেপে।